২১ মার্চ হল কোরীয় উপ-দ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় দিন। বৈঠকে দু'পক্ষের মধ্যে পরমাণু সমস্যা নিয়ে আলাপ-পরামর্শ হয়েছে।
২০ মার্চ উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অল্প সময়ের যোগাযোগ হয়েছে। উত্তরও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের মধ্যে আলাপ-পরামর্শ হয়েছে। চীনের প্রতিনিধি অন্য পাঁচ পক্ষের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেছেন। জানা গেছে, উত্তর কোরিয়ার দাবী অনুযায়ী, ম্যাকাওয়ের ব্যাংকে উত্তর কোরিয়ার একাউন্টে উত্তর কোরিয়ার আকান্ডে না পৌঁছা পযর্ন্ত বৈঠক শুরু হবে না। সুতরাং ২০ মার্চ বিকালে ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধি দলের নেতাদের অধিবেশন সময়মত অনুষ্ঠিত হয়নি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও জিয়েন চাও বলেছেন, সংশ্লিষ্ট পক্ষের মধ্যে ব্যাংকিং বিষয়ে মতৈক্য পৌঁছানো ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়তা করে। তিনি বলেছেন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ব্যাংকিংএর স্থিতিশীলতা রক্ষার জন্যে চীন যুক্তরাষ্ট্রকে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সঙ্গে এ বিষয় নিয়ে অব্যাহতভাবে আলাপ-পরার্মশ করার দাবি জানিয়েছে।
মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল ২০ মার্চ সন্ধ্যায় বলেছেন, ব্যাংকিং পদ্ধতি জটিল বলে উত্তর কোরিয়ার জব্দকৃত অর্থ সমস্যা পুরোপুরি সমাধান করা সময়সাপেক্ষ। কিন্তু এই সমস্যা সফলভাবে মিমাংসিত হবে বলে অনুমান করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের উপ নেতা লিম সুন নাম ২০ মার্চ বলেছেন, উত্তর কোরিয়ার জব্দকৃত অর্থ সমস্যা সফলভাবে মিমাংসিত হবে।
|