চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লি হুই ২১ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের আসন্ন রাশিয়া সফর চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতার অংশীদারি সম্পর্ক উন্নয়নে নতুন প্রাণশক্তি যোগাবে।
লি হুই এদিন দেশী-বিদেশী সাংবাদিক সম্মেলনে বলেছেন, রাশিয়া সফরকালে হু চিনথাও রাশিয়ার তাতার্স্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান শহর সফর করবেন। তিনি বলেছেন, চীন ও রাশিয়া এবারের সফরের উপর উচ্চ গুরুত্ব দেয়। তিনি আশা করেন, এবারের সফরের মাধ্যমে পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীর করা, বাস্তব সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করা, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিষয়ে কৌশলগত সহযোগিতা জোরদার করার লক্ষ্য বাস্তবায়িত হবে।
তিনি আরো বলেছেন, দু'দেশ রেলপথ, জ্বালানীসম্পদ, ব্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার দলিলপত্র স্বাক্ষর করবে।
|