v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-21 18:14:14    
ভারতের ব্যবসায়ী : চীন আমার ব্যবসাকে আরো উন্নত করেছে

cri
    গত বছরে আমাদের কোম্পানী রপ্তানি দ্রব্যের সংখ্যা ছিল ১৫০টিও বেশি কন্টেইনার । আগের বছরের চেয়ে তা ৫০টিও বেশি । দক্ষিণ চীনের চে চিয়াং প্রদেশের ই উ শহরে ভারতীয় আমদানি-রপ্তানি ব্যবসায়ী নিকগুর্মান আনন্দের সঙ্গে বলেছেন , চীনের আমদানি-রপ্তানির বাজার প্রতিদিনই বড় হয়ে যাচ্ছে । আমাদের ব্যবসাও আরো ভালো হয়েছে । গত বছরে কোম্পানীর বাণিজ্যিক মূল্য ছিল আগের তিন বছরের চেয়ে দ্বিগুণ বেশি ।

    নিকগুর্মান ভালো চীনা ভাষা বলতে পারেন । তিনি ভারতের গুজরাট রাজ্য থেকে চীনে এসেছেন । এখন পর্যন্ত এখানে তার চার বছর কেটে গেছে । এর আগে তিনি দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরের এক আমদানি-রপ্তানি কোম্পানীতে কাজ করতেন । ২০০৪ সালে কোম্পানী তাঁকে ই উতে পাঠায় ।

    নিকগুর্মান বলেন , বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার পর চীনের রপ্তানির পরিমাণ অনেক বেড়েছে । আমাদের কোম্পানীর হংকং সদর দপ্তর মনে করে উপকূলীয় বড় শহরের সঙ্গে ব্যবসা করা যথেষ্ট নয় , মূল ভূভাগের অন্যান্য শহরের সঙ্গেও ব্যবসা শুরু করতে হবে । কেন ই উকে বাছাই করেছে ? কারণ ই উ' র বিরাট বাজার আছে । বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য পাওয়া যায়।

    যখন নিকগুর্মান ই উ'র বাজারে যোগ দিয়েছেন , তখন এ বাজার অনেক উন্নত হয়েছে । তবে ই উতে থাকার তিন , চার বছরে তিনি অনেক মজার পরিবর্তন দেখেছেন । তিনি বলেন , যেন যখন আমি প্রথমে ই উ এসেছি , তখন থাকার জন্য স্টার পর্যায়ের হোটেল ছিল না , তবে সেইসব হোটেল এখন চার স্টার পর্যায়ের হোটেলে উন্নীত হয়েছে । তা ছাড়া নিকগুর্মান আনন্দের সঙ্গে দেখেছেন যে ই উতে ভারতীয় ব্যবসায়ীর সংখ্যাও বেড়ে যাচ্ছে । এখন প্রায় এক শোরও বেশি ভারতীয় ব্যবসায়ী ই উতে থাকেন । তাদের মধ্যে দশ , বিশ জনের নাম তিনি বলতে পারেন । তাদের একটি ছোট গ্রুপ নিয়মিতভাবে পার্টির আয়োজন করে এবং নতুন আসা ভারতীয় বন্ধুদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেয়।

    ভারতীয় ব্যবসায়ী বেশি হয়েছে । তারা বাণিজ্যিক তথ্য বিনিময় করতে পারেন । আসলে তা নিকগুর্মানের জীবন ক্ষেত্রেও অনেক সুবিধা এনে দিয়েছে । নিকগুর্মান নিরামিষভোজী । প্রথম ই উ আসার সময় সেখানে ভারতীয় রেস্তোরা ছিল না । খাবার ক্ষেত্রে অনেক অসুবিধা হতো। তবে এখন এ পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে । এখন ই উতে ভারতীয় ব্যবসায়ীর তিন চারটি রেস্তোরা আছে । নিকগুর্মান বলেন , ই উতে এত বড় একটি বাজার এবং অনেক ভারতীয় মানুষ আছে শুনে ভারতীয় মালিক এখানে এসে রেস্তোরা খুলেছেন ।

    ঘন ঘন আসা বিদেশি ব্যবসায়ীরা এখন ই উ বাজারের স্থায়ী অতিথি হয়েছেন । ই উ শিল্প ও বাণিজ্য ব্যুরোর পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমানে ই উতে রেজিস্টার্ড শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৪৯১টি । বিদেশি কোম্পানীর শাখা কার্যালয় ৯৩৯টি । গত বছর পর্যন্ত ই উতে স্থায়ীভাবে ব্যবসাকারী বিদেশি ব্যবসায়ীর সংখ্যা দশ হাজারে দাঁড়িয়েছে ।

    নিকগুর্মান বলেন , এখানকার লোকেরা বিদেশিদের সঙ্গে পরিচিত হয়েছে । কয়েক বছর আগে বিদেশিদের দেখে তারা অবাক হতো , কেউ কেউ আমাকে জিজ্ঞেক করে তুমি কেন চীনা ভাষা বলতে পারো ? তবে এখন আমরা সবাই বাণিজ্যিক অংশিদার হয়েছি ।

    ই উ'র তিন বছরে নিকগুর্মান অনেক চীনা ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব করেছেন । এসব চীনা বন্ধুর ব্যবসাও উন্নত হচ্ছে । নিকগুর্মান বলেন , আমার এক বন্ধু ই উ আন্তর্জাতিক বাণিজ্য ভবনে ব্যাগের ব্যবসা করেন । ২০০৪ সালে তার শুধু একটি দোকান ছিল , এখন তার তিনটি দোকান আছে ।

    সাক্ষাত্কাল শেষে নিকগুর্মান বলেন , গত তিন বছরে ই উ'র ছোট পণ্যদ্রব্যের দাম বেড়েছে । তবে পণ্যদ্রব্যের গুণগত মান এবং ডিজাইনও অনেক উন্নত হয়েছে। তাই বিদেশিরা ই উ'র ছোট পণ্যদ্রব্য খুব পছন্দ করে । এখন পশ্চিম আফ্রিকা , দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ অনেক দেশে আমার বাণিজ্যিক অংশিদার আছে । আশা করছি ভবিষ্যতে আমাদের বাণিজ্যিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে ।