v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-20 21:31:07    
চিঠির সারাংশ--২০/০৩/০৭

cri
    বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা কাজী সানজানা জিয়াছমিন বেরা তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের একজন মিয়মিত শ্রোতা। দীর্ঘকালধরে আমি আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি। আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার ভাল লাগে। মুখোমুখি, মিতালী, চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। এখন আপনাদের অনুষ্ঠানবেশী উন্নত হয়েছে। উপস্থাপনার মানও কিছুটা উন্নত হয়েছে। বাংলা বিভাগের কয়েকজন তরুণী এখন অনুষ্ঠান উপস্থপনা করছেন। তাঁদের কন্ঠ খুব মিষ্টি উচ্চারণে মাঝে মাঝে একটু অসুবিধা সত্ত্বেও। আশা করি আস্তে আস্তে ভাল হবে। প্রিয় বন্ধু, প্রথমে আমাদের অনুষ্ঠান শোনার জন্যে আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। দীর্ঘকাল ধরে আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনি আপনার চিঠিতে মাঝে মাঝে পরামর্শ উত্থাপন করেন । আপনার পরার্মশ ও প্রস্তাব পেয়ে আমরা খুব খুশী হয়েছি। কারণ শ্রোতাদের সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি প্রায় অসম্ভব।

    যশোর জেলার শ্রোতা সরদার রবিউল ইসলাম রবি তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। ১৯৭৯ সাল থেকে বন্ধুরা মিলে নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনে আসছি। পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কে মতামত প্রকাশ এবং বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশ গ্রহণ করে আসছি। এখন ক্লাব বন্ধুরা সি আর আই বাংলা বিভাগের সাম্প্রতিক কার্যক্রম সম্র্পকে কিছু সমালোচনা করছে তা আপনাদের আবগতির জন্য নিম্নে তুলে ধরছি। আগে সি আর আই তার প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বন্ধুদেরকে যেমন আন্তরিকর সাথে গ্রহণ করতেন, কিন্তু বতর্মানে অতি দূ:খের বিষয় এই যে সি আর আই তার প্রতিযোগিতাকে তেমনি দুরে ঠেলে দিচ্ছেন। সরদার রবিউল ইসলাম রবি ভাই, প্রথমে আপনাদের সমালোচনা আন্তরিকভাবে গ্রহণ করি। কিন্তু এখানে আমাকে একটি কথা বলতে হবে যে , সি আর আই আসলে কোন দিন জ্ঞান যাচাই প্রতিযোগিতাকে অবহেলা করে নি বরং এ প্রতিযোগিতার উপর আরও বেশী গুরুত্ব আরোপ করেছে। আগের মতো ভবিষ্যতেও সি আর আই প্রত্যেক বার যাচাই প্রতিযোগিতার ওপর গুরুত্ব দিবে। বিভিন্ন কারণে বিজয়ীদের পুরস্কার হয়তো মাঝে মাঝে একটু দেরীতে শ্রোতাদের হাতে পৌঁছতে পারে। কিন্তু আমরা আপনাদের কাছে পুরস্কারপাঠাই নি তা একাবারে সত্য নয়। আমরা সব সময় শ্রোতাদেরকে আমাদের প্রিয় বন্ধু বলে মনে করি। আমরা মনে করি, শ্রোতাদের সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি সম্ভব। সুতরাং কোনো কোনো সময় যদি পুরস্কার একটু দারিতে আপাদের হাতে পৌঁছে তবে হত্যাশ হয়ে পড়বে না। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আগের মতো ভবিষ্যতেও সি আর আইএর আয়োজিত বিভিন্ন জ্ঞান যাচাই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নেবেন। অবশ্যই আমাদের কার্জকর্ম বা অনুষ্ঠান সম্পর্কে যদি কোন অভিযোগ বা মতামত থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের মতামতকে বিবেচনা করবো। আমাদের বাংলা অনুষ্ঠান উন্নত করার জন্য শ্রোতাদের সহযোগিতা দরকার।

    ঢাকা জেলার শ্রোতা মোবারক আহমেদ সুমন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। চীন আন্তর্জাতিক বেতার আমার প্রিয় রেডিও বেতার। আমি নিয়মিত সি আর আইএর বাংলা খবর শোনার চেষ্টা করে থাকি। যদিও এখন নানা কারনে মাঝেমধ্যে দু-এক বার বাদ যায়। তারপরও আমার প্রিয় অনুষ্ঠানটি আমি শুনতে মিস করবো না। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার প্রিয় অনুষ্ঠান বলে আমি সি আর আই এর বাংলা বিভাগকে একটি প্রস্তাব দিতে চাই। প্রস্তাবটি হল সি আর আই এর বাংলা বিভাগ যেনো এফ এম বেন্ডে খবর প্রচার করে। কারন আমাদের দেশে এফ এম বেন্ডে বর্তমানে অনেকগুলো বেতার খবর প্রচার করে থাকে। আর এফ এম বেন্ডের খবর অন্য যে কোন বেন্ডের চেয়ে স্পষ্ট আছে। আর তা ছাড়া এফ এম বেন্ডের সংবাদ মোবাইলেও শুনতে পারা যায়। সুতরাং আশা করি সি আর আই এর বাংলা অনুষ্ঠান যেনো এফ এম বেন্ডে খবর প্রচার করার ব্যবস্থা করে। ধন্যবাদ সি আর আইকে এত ভালবাসার জন্য । আপনি বলেছেন, যদি সি আর আই এর বাংলা অনুষ্ঠান বাংলাদেশের এফ এম বেন্ডে প্রচারিত হয় তাহলে ভাল হত। কিন্তু বর্তমানে সি আর আই এর বাংলা অনুষ্ঠান বাংলাদেশের এফ এম বেন্ডে প্রচারিত হয় না। ভবিষ্যতে সি আর আই এর বাংলা অনুষ্ঠান হয়তো বাংলাদেশের এফ এম বেন্ডে প্রচারিত হওয়ার সম্ভবনা আছে। আমরা এই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছি। অদূর ভবিষ্যতে সি আর আই হয়তো বাংলাদেশের সরকারী অথবা বে-সরকারী বেতারের সঙ্গে সহযোগিতা করবে। আশা করি আমাদের এই উদ্যোগ সফল হবে। শ্রোতা বন্ধু , আশা করি আমাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনবেন। আমাদের বাংলা অনুষ্ঠান সম্পর্কে কোন পরার্মশ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    ফরিদপুর জেলার শ্রোতা এস এম গোলাম সারোয়ার তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের নিয়মিত পত্র লেখক শ্রোতা। সি আর আই এর বাংলা অনুষ্ঠান শুনতে যেমন ভাল লাগে ঠিক তেমনি সি আর আইতে চিঠি লিখতে ও ভাল লাগে। এমন দিন বার রাত নেই যে আমি সি আর আইতে চিঠি লেখিনা। গত বছরের ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পযন্র্ত অসুস্থ্য থাকার কারণে সি আর আইতে কোনো চিঠি পত্র লিখতে পারি না। এর জন্য আমার খুব দু:খ লেগেছে। তা ছাড়া অসুস্থ থাকা অবস্থায় সি আর আইএর প্রতিটি পরিবেশনা শুনেছি। আমি সি আর আইকে নিয়ে যত লেখি ততোই লিখতে ইচ্ছে করে। এ লেখার যেন শেষ নেই। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের মান নির্নয় করা যে কোনো শ্রোতার পক্ষে খুব সহজ। কারন, সি আর আই এর বাংলা অনুষ্ঠান অত্যন্ত স্পষ্ট বাংলা ভাষার অনুষ্ঠান। তাতে রয়েছে, প্রান্জল ভাষা সমৃদ্ধ বাংলা খবর পরিবেশন। অত্যন্ত যুক্তিসঙ্গত প্রতিবেদন। শ্রোতাদের চাহিদামত রকমারী বাংলা অনুষ্ঠান। জনপ্রিয় মিতালী ও মুখোমুখি সহ অন্যান্য বাংলা অনুষ্ঠান। সি আর আই এর প্রতি আমার নারীর টান রয়েছে বলেই গর্ব লাগে। আজীবন এমনিই হবে। সি আর আই সাফল্য আমার অহংকার। এম এস গোলাম সারোয়ার ভাই। প্রত্যেক বার আপনার চিঠি পড়ে আমি মুগ্ধ হই। আপনি আমাদের কাছে অনেক চিঠি পাঠিয়েছেন। এ কথাও বলা যায় যে, যখন আমি শ্রোতাদের

    চিঠিপত্রগুলো পড়তে বসি তখন আপনার চিঠি আমার চোখে পড়ে। সত্যিই আমরা আপনার কাছ থেকে নিয়মিত চিঠি পেয়ে থাকি। আপনার মতো শ্রোতা পেয়ে খুব খুশী। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠানের উপর মনোযোগ দেবেন। কোন মতামত থাকলে আমাদের সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানাবেন। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের ভাল ভাল পরামর্শ ও প্রস্তাব খুবই দরকার।