ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহ-এর শক্তিশালী ব্যক্তি মোহাম্মদ দাহলানকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছেন। ১৯ মার্চ হামাস এই সিদ্ধান্তকে ফিলিস্তিনের মৌলিক আইন লঙ্ঘন করেছে বলে নিন্দা করেছে।
সে দিন প্রকাশিত এক বিবৃতিতে হামাস আব্বাসকে আইন অনুযায়ী পুনর্বার আইন প্রণয়ন সদস্য দাহলানের নিয়োগ বিবেচনা করার তাগিদ দিয়েছে। ফিলিস্তিনের আইন প্রণয়ন কমিটির হামাস গোষ্ঠীর মুখপাত্র ১৯ মার্চ গাজায় তথ্য মাধ্যমকে বলেছেন, ফিলিস্তিনের মৌলিক আইন ও আইন প্রণয়ন কমিটির নিয়ম অনুযায়ী , আইন প্রণয়ন সদস্যকে মন্ত্রী ছাড়া কোন সরকারী পদে নিয়োগ নিষিদ্ধ।
উল্লেখ্য যে, ১৮ মার্চ আব্বাস ফিলিস্তিনের জাতীয় যৌথ সরকার প্রতিষ্ঠার পর প্রথম প্রেসিডেন্ট আদেশ দিয়েছেন। তিনি নিজের সহকারী দাহলানকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছেন। তিনি ফিলিস্তিনের সকল নিরাপত্তা সংস্থার দায়িত্ব বহন করবেন। গত শতাব্দীর ৯০'র দশকে দাহলান ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। তিনি হামাসের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে নেতৃত্ব দেন।
|