চীনের বিখ্যাত অর্থনীতিবিদ লি ই নিং জানান, অলিম্পিক গেমসের শেষে চীন এ সম্পর্কিত অর্থনৈতিক স্ফিতি দেখাবে না, কারণ চীনে আরো বেশি পুঁজি বিনিয়োগের প্রকল্প আছে।
অলিম্পিক আয়োজনের সময় কোন কোন দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়ে উঠে, কিন্তু এর শেষে আবার অর্থনীতি নেমে যাওয়ার প্রবণতা দেখা দেয়। একে বলা হয় "অলিম্পিক গেমস স্ফিতি"। কিন্তু অধ্যাপক লি ই নিং আরো বলেছেন, যদিও অলিম্পিক শেষে সংশ্লিষ্ট ক্ষেত্রের চাহিদা কমে যায়, তা সত্ত্বেও চীনের অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে পেইচিং অব্যাহতভাবে জনপ্রিয় পর্যটনের স্থানে থাকবে। ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রের চাহিদা আবার উঠে যাবে।
তিনি আরো বলেছেন, অলিম্পিক গেমস চীনের অর্থনীতি উন্নয়নের জন্য একটি ভাল সুযোগ দেবে। এতে ব্যবস্থাপনা আবিষ্কার ও প্রযুক্তিগত আবিষ্কার অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করার উত্স হবে।
|