 চীনের জাতীয় বন ব্যুরো ২০ মার্চ ঘোষণা করেছে যে, চীন সরকার হংকংকে দেয়া দুটি বড় পান্ডা দেবে। পয়লা মে এই পান্ডা দুটির হংকংয়ে পৌঁছার কথা।
জানা গেছে, এই দু'টি বড় পান্ডা চীনের সি ছুয়েন প্রদেশের ও লুং প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলে থাকে। তারা ২০০৫ সালের আগস্ট মাসে জন্ম নিয়েছে। এদের মধ্যে একটি মেয়ে পান্ডা আরেকটি ছেলে পান্ডা। দু'টির স্বাস্থ্যের অবস্থা খুব ভাল এবং সম্পর্কও খুব ঘনিষ্ঠ। হংকং প্রবাসীরা তাদের নাম রাখবে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে চীন সরকর হংকংকে ১৯৯৯সালের পর দ্বিতীয় বার বড় পান্ডা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
|