 ২০ মার্চ পেইচিংয়ের তিয়াওইয়ুথাই রাষ্ট্রীয় অতিথি ভবনে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় ষষ্ঠদফা বৈঠকে প্রধানত প্রারম্ভিক কার্যক্রমের বাস্তব ব্যবস্থা বাস্তবায়নের সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
জানা গেছে, এদিন সকালে চীন পৃথক পৃথকভাবে রাশিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেছে। বিকালে প্রতিনিধি দলগুলোর নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে, মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল জাপান ও উত্তর কোরিয়ার প্রতি ছ'পক্ষীয় বৈঠকের সুযোগ ধরে দু'পক্ষের সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছেন। পাশাপাশি তিনি আশা করেন, যুক্তরাষ্ট্র ছ'পক্ষীয় বৈঠকের মাধ্যমে উত্তর-পূর্ব এশিয়ায় আরো সুষ্ঠু প্রতিবেশীমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করবে।

উত্তর কোরিয়ার কোরিয়ান কেন্ট্রাল নিউস এজেন্সি এদিন এক মন্তব্যে জাপানের প্রতি ইতিহাস স্বীকার করে নেয়া এবং ছ'পক্ষীয় বৈঠকে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের আবেদন জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা ছুন ইউং-উ বলেছেন, বিভিন্ন পক্ষ উত্তর কোরিয়ার পরমাণু ব্যবস্থার সামর্থ্য দূরীকরণের সমস্যা নিয়ে আলোচনা করবে।
|