২০ মার্চ মেধা-স্বত্ব বিষয়ক সিঙ্গাপুর, বাংলাদেশ, নেপালসহ এশিয়ার ১৯টি দেশ বা অঞ্চলের বিশ জনেরও বেশী কর্মকর্তা পেইচিংয়ে উপস্থিত হয়ে চীনের উদ্যোগে অনুষ্ঠিত "মেধা-স্বত্ব সম্পর্কিত এশীয় অঞ্চলের সেমিনারে"অংশ নিয়েছেন।
চীন দ্বিতীয় বারের মতো চীন সরকারের দেয়া এশীয় অঞ্চলের সহযোগিতামূলক তহবিল ব্যবহার করে মেধা-স্বত্ব সম্পর্কিত এশীয় অঞ্চলের সেমিনার আয়োজন করে। চীন প্রথম বারের মতো সেমিনারের প্রসঙ্গ মেধা-স্বত্বের ব্যবহার ও সুরক্ষা, মেধা-স্বত্বের তথ্যের প্রচার ও ব্যবহার এবং মেধা-স্বত্ব ক্ষেত্রে প্রযুক্তি দল গঠনসহ ব্যাপক আলোচ্য বিষয় গ্রহণ করে।
চীনের জাতীয় মেধা-স্বত্ব ব্যুরোর উপ-পরিচালক লিন বিংহুই বলেছেন, এশীয় অঞ্চলের আর্থ-বানিজ্যিক বিনিময় ঘন ঘন হওয়ার সঙ্গে সঙ্গে এশীয় অঞ্চলের উন্নয়নমুখী দেশগুলোর উচিত অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে এ অঞ্চলের বিভিন্ন দেশের মেধা-স্বত্ব ব্যবস্থা ক্ষেত্রে পারস্পরিক আস্থা জোরদার করা। যাতে বিভিন্ন দেশের মধা-স্বত্ব ব্যবস্থার পূর্ণাঙ্গতা এগিয়ে নিয়ে যাওয়া এবং এ অঞ্চলে আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
|