চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও ২০ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীন আশা করে, রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু সমস্যার সমাধান করা হবে।
লিউ চিয়ানছাও এদিন অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীন ইরানের পরমাণু সমস্যার উপর উচ্চ গুরুত্ব দেয়। চীন বরাবরই আন্তর্জাতিক পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ব্যবস্থা সংরক্ষণ করার পক্ষপাতী। চীন পরমাণু অস্ত্রের বিস্তারের বিরোধিতা করে। যাতে মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন সংঘাত এড়ানো যায়। চীন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধান করবে।
তিনি আরো বলেছেন, ইরানের পরমাণু সমস্যা সম্পর্কিত আলোচনা ও অভিযান আন্তর্জাতিক সমাজের কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত।
|