চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী লৌ ছিন চিয়ান ২০ মার্চ পেইচিংয়ে বলেছেন , চীন সরকার টেলিযোগাযোগ পরিসেবা শিল্পের বিকাশ ত্বরান্বিত করবে এবং টেলিফোন ও ওয়েবসাইটকে আরো জনপ্রিয় করে তোলার চেষ্টা করবে ।
২০ মার্চ একটি সংশ্লিষ্ট সভায় লৌ ছিন চিয়ান আরো বলেন , আগামী ৪ বছরে চীনের টেলিযোগাযোগ শিল্পের পাওয়া আয় বৃদ্ধির গতি চীনের জি ডি পির বৃদ্ধির চেয়ে একটু বেশি হবে বলে অনুমাণ করা হচ্ছে । ২০১০ সালে চীনে টেলিফোন ব্যবহারকারীদের সংখ্যা ১ বিলিয়নে দাঁড়েবে এবং ওয়েবসাইট ব্যবহারকারীদের সংখ্যা দাঁড়াবে ২০ কোটিতে।
লৌ ছিন চিয়ান জোর দিয়ে বলেছেন , চীন সরকার গ্রামাঞ্চলে টেলিযোগাযোগ পরিসেবার মান আরো উন্নত করবে , যাতে ২০১০ সালে চীনের প্রতিটি প্রশাসনিক গ্রামে টেলিফোনের সুবিধা পাওয়া যায় ।
|