v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-20 17:19:45    
লি সিনছাং-এর বিদেশী গান

cri
    (সংগীত-১)

    এখন আপনারা যে গান শুনছেন, তা লি সিনছাংয়ের কিউবা গান 'সিবনি'। গানের সুর রচনা করেছেন এর্নাস্টো লেকুওনা । এটা হচ্ছে বিশ্বের একটি জনপ্রিয় প্রেমের গান। গানটিতে সিবনি নামে একজন মেয়ের প্রশংসা করা হয়েছে। লি সিনছাংয়ের ভেজা ভেজা কণ্ঠ, কোমল ও কিউবার প্রণয়ঘটিত অনুভুতি রয়েছে।

    লি সিনছাং হচ্ছেন চীনের বিখ্যাত গায়ক, কণ্ঠশিল্পী ও শিক্ষাবিদ। ১৯৩৬ সালে তিনি উত্তর চীনের থিয়ানচিন শহরে জন্ম গ্রহণ করেন। ১৯৫৫ সালে তিনি চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইন্সটিটিউটের কণ্ঠ সংগীত বিভাগে অধ্যয়ন করেছেন। তার শিক্ষিকা হচ্ছেন বিখ্যাত কণ্ঠশিল্পী ও শিক্ষাবিদ অধ্যাপিকা ইয়ু ই সুয়ান। ১৯৬০ সালে তিনি জার্মানীর দ্বিতীয় আন্তর্জাতিক রবার্ট স্কুম্যান কণ্ঠ সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। এখন থেকেই তিনি সঙ্গীত ক্ষেত্রে বিচরণ করছেন বিরামহীনভাবে।

    (সংগীত-২)

    বন্ধুরা, এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'বুদ্ধদেব গাছ'। গানটিতে একজন প্রেমিক দম্পতি বিচ্ছিন্নতার মধ্য দিয়ে নিঃসঙ্গভাবে ভিন্ন ভিন্ন শহরে ভবঘুরের মতদিন কাটাচ্ছেন। তারা তাদের জন্মস্থানের বুদ্ধদেব গাছ আর আগের সেই সুখ সময়ের স্মৃতিকে অনুভব করে আপ্লুত হচ্ছেন, বিমোহিত হচ্ছেন। এই দিকগুলোই বর্ণনা করা হয়েছে এই গানে।

    ১৯৬০ সালে চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইন্সটিটিউট থেকে স্নাতক হওয়ার পর এ পর্যন্ত তিনি চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইন্সটিটিউটে শিক্ষকতা করে যাচ্ছেন। শিক্ষাদানের ব্যস্ততার মাঝেও তিনি বিভিন্ন ধরনের সংগীত পরিবেশনায় অংশ নিচ্ছেন। পর পর তিনি পেইচিং, থিয়ানচিন, ছিংতাওসহ বিভিন্ন এলাকায় একক কন্সার্ট আয়োজন করেছেন। ফলে তিনি অনুরাগীদের ব্যাপক ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন। এবং জনপ্রিয় হয়ে উঠেছেন।

    একক এলবাম প্রকাশ ছাড়াও তিনি অনেক ছায়াছবি, টিভিনাটকের গীতিনাট্যের টাইটেল সঙ্গীত রচনা করেছেন। আচ্ছা, এখন শুনুন তার কণ্ঠে, জাপানের একটি গান 'তুষার পথে হেঁটে বেড়ায়'।

    (সংগীত-৩)

    'তুষার পথে হেঁটে বেড়ায়'। গানটিতে হাল্কা দুঃখের মধ্য দিয়ে মানুষকে ফেলে আসা দিনের স্মৃতি ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশার কথা বর্ণনা করা হয়েছে।

    অস্ট্রিয়ার বিখ্যাত রচয়িতা মোজার্টের বিখ্যাত গীতিনাট্য 'ফিগারোর বিবাহনুষ্ঠান'। এ গানে সাধারণ মানুষ ফিগারো ও জমিদার মালিকের মধ্যে সংগ্রামের বর্ণনা করা হয়েছে অপুধ কথায় ভঙ্গিমায়। জমিদার ফিগারোর সুন্দরতায় আকৃষ্ট হয়, সর্বশেষ ফিগারো তার জ্ঞান ও কৌশল দিয়ে বিজয়ী হয়েছে। আসুন না, আমরা এক সঙ্গে এই গানটি শুনবো।

    (সংগীত-৪)

    বর্তমানে লি সিনছাং হচ্ছেন চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইন্সটিটিউটের অধ্যাপক, কণ্ঠ সঙ্গীত বিভাগের পরিচালক। বহু বছর ধরে, তিনি প্রচুর সুদক্ষ ছাত্রছাত্রীদের পরিচর্যা করেছেন। এর মধ্যে অনেকেই দেশী-বিদেশী গুরুত্বপূর্ণ সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। আমি আপনাদের জন্য লি সিনছাংয়ের অন্য আর একটি গান শোনাবো। গানের নাম 'অবদান রাখা'। গানের কথা হলঃ তুমি হচ্ছো শান্তি। তুমি আকাশ থেকে মানবজগতে এসেছো। কারণ তুমি আমাকে ভালোবাসো, জীবন আরো সুন্দর হবে। শোনা যাক তাহলে এই গানটি।

    (সংগীত-৫)