ছ'পক্ষীয় বৈঠকের চীনের প্রতিনিধি দলের নেতা, উপ-পররাষ্ট্রমন্ত্রী উ তাওয়েই ১৯ মার্চ সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, পরিকল্পনা অনুসারে ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠক তিন দিন স্থায়ী হবে।
১৯ মার্চ সকালে ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠক তিয়াও য়্যু থায় রাষ্ট্রীয় অতিথি হোটেলে শুরু হয়েছে। উ তাওয়েই বলেছেন, এবারের বৈঠকের পরিবেশ খুব ভাল। সকালে বিভিন্ন কর্মগ্রুপ ভালভাবে রিপোর্ট দিয়েছে। বিভিন্ন পক্ষ কর্মগ্রুপের আরো বেশী ভূমিকা পালন করার উপায় অন্বেষণ করেছে। আগামীকাল বিভিন্ন পক্ষ প্রাথমিক অভিযানের নির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করবে।
উ তাওয়েই আরো বলেছেন, বর্তমানে বৈঠকে কিছু অসুবিধা রয়েছে। বিভিন্ন পক্ষের মিলিতভাবে তা অতিক্রম করা উচিত।
|