v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-19 21:22:36    
১২--১৯ মার্চ, ২০০৭

cri
**কাবুলে ফিরছে ঐতিহাসিক নিদর্শন

    প্রায়১০ বছর পর সুইজারল্যান্ডের একটি জাদুঘর থেকে আফগানিস্তানের বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন কাবুলে ফিরে আসছে। সাংস্কৃতিক ঐতিহ্যবাহী এসব নিদর্শনের মধ্যে বিশ্বজয়ী গ্রিক যোদ্ধা আলেকজান্ডার দ্য গ্রেট স্হাপিত একটি ভিত্তিপ্রস্তরও রয়েছে।

    আফগানিস্তানে দীর্ঘ গৃহযুদ্ধের সময় ধবংসের হাত থেকে রক্ষার জন্য এসব নিদর্শন সুইজারল্যান্ডের জাদুঘরে রাখা হয়েছিল।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন ফেরত দেওয়ার ঘটনা এটাই সবচেয়ে বড় বলে ধারণা করা হচ্ছে। এসব নিদর্শনের মধ্যে এক হাজারের বেশি আইটেম রয়েছে। হাতে তৈরি উন্নত মানের কার্পেট থেকে শুরু করে পানির পাত্রসহ দৈনন্দিন জীবনে ব্যবহার্য অনেক সাধারণ তৈজসপত্রও রয়েছে। তবে নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে গুরুতৃপূর্ণ হচ্চে খ্রিষ্টপূর্ব ৩০০ বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেট স্থাপিত আই খানুম নগরীর ভিত্তিপ্রস্তরটি। ধারণা করা হচ্ছে, বিশ্বে এটিই একমাত্র নিদর্শন, যাতে আলেকজান্ডারের হাতের ছোঁয়া রয়েছে।

**লাহোরে আইনজীবীদের ধর্মঘট অনশন

    বিক্ষোভ, পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ

    পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীকে বরখাস্ত করার ঘটনার প্রতিবাদে লাহোরে গত শনিবারও আইনজীবীরা ধর্মঘট, অনশন ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে লাহোর হাইকোর্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ বিক্ষুব্ধ আইনজীবীদের বেধড়ক লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন আহত হন।

    ইসলামাবাদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে পুলিশের হামলার অভিযোগে ২৪ জন পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ হামলার ঘটনায় প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ক্ষমা প্রার্থনা করেছেন। খবর এএফপির।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান বিচারপতিকে বরখাস্ত কবার প্রতিবাদে গতকাল লাহোরে আইনজীবীরা হাইকোর্ট ও নিম্ন আদালত বর্জন করেন। শত শত আইনজীবী লাহোর হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হন। তাঁরা মিছিল নিয়ে রাজপথে বেরোতে চাইলে পুলিশ বাধা দেয়। আইনজীবীরা হাইকোর্টের প্রধান ফটক ভেঙে রাস্তায় নেমে পড়লে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ তাঁদের বেধড়ক লাঠিপেটা এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

    পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আজিম বলেন, আইনজীবীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে আদালত প্রাঙ্গণের গেট ভাঙার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

**শ্রীলংকার তামিল টাইগারদের একটি অস্ত্রবাহী জাহাজ শ্রীলংকার নৌ-বাহিনীর গোলাবর্ষনে ডুবে গেছে

    ১৮ মার্চ শ্রীলংকার সামরিক সূত্র জানিয়েছে, শ্রীলংকার নৌবাহিনী১৮ মার্চ সকালে শ্রীলংকার পূর্ব সমুদ্রে তামিল টাইগারদের একটি অস্ত্রবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে।

শ্রীলংকার রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবাদ কেন্দ্র জানিয়েছে, ১৮ মার্চ ভোরবেলায় শ্রীলংকার নৌ-বাহিনী আরুগ্যাম উপ-সাগরের দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে পতাকা না ঝোলা এবং কোন প্রতীক না থাকা একটি সন্দেহভাজন জাহাজকে উদ্ধার করে। কিন্তু আহাজটিতে তল্লাশী করতে না দেয়ায় নৌ-বাহিনী গোলা ছুড়ে । সঙ্গে সঙ্গে এই সন্দেহভাজন জাহাজ পাল্টা আক্রমণ শুরু করে। এর সঙ্গে সঙ্গে শ্রীলংকার নৌ-বাহিনী এ জাহাজকে ডুবিয়ে দেয়। নৌ-বাহিনীর সূত্র জানিয়েছে, জাহাজটি সামুদ্রে ডুবে যাওয়ার আগে বিরাট বিস্ফোরণের আওয়াজ হয়েছে। এ থেকে প্রমাণিত হয়েছে, এটি তামিল টাইগারের অস্ত্র ও গোলাবারুদ বহনের একটি জাহাজ ছিল।

**বলিউডের জন্য হুমকি ক্রিকেট বিশ্বকাপ

    বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসর চলাকালে কোন ছবিই মুক্তি না দেয়ার সিদ্ধান্ত-নিয়েছেন বলিউডের প্রযোজকরা। তবে কিছু প্রযোজক আবার মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। বিশ্বকাপের পুরোটা সময় ভারতের একশ'কোটি জনগণ ক্রিকেট জ্বরে ভুগবে। এটা মাথায় রেখেই ক্রিকেট কাহিনীনির্ভর ছবি তৈরি করে রেখেছেন কেউ কেউ। যেমন 'হ্যাটট্রিক', 'নটআউট' 'সালাম ইন্ডিয়া'-এই ছবিগুলো শুধু মুক্তি দেয়া হবে বিশ্বকাপ চলাকালে । 'আমরা আগেই প্রমাণ পেয়েছি, ভারতীয়রা ক্রিকেট ছাড়া অন্য কিছু বু্ঝতে চায় না। তার ওপর সেটা যদি বিশ্বকাপ হয় তাহলে তো কথাই নেই। তাই দর্শকদের আগ্রহের কথা চিন্তা করেই আমরা ছবি মুক্তি পিছিয়ে দিয়েছি',বললেন বলিউডের একজন চলচ্চিত্র ব্যবসায়ী। সারাবছর মুম্বাইয়ের মশলাদার ছবিগুলো বেশ দাপটের সঙ্গেই ব্যবসা করে থাকে। একমাত্র বিশ্বকাপ ক্রিকেটের কাছেই একরকম আত্মসমর্পণ করে থাকেন হিন্দি সিনেমার ব্যবসায়ীরা। 'পুরো ভারত ক্রিকেটের প্রতি ঝুঁকে যায় বিশ্বকাপের সময়। তাই ক্রিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে ছবি মুক্তি দেয়ার সাহস আমাদের নেই। বরং এটাকে পুঁজি করে কিভাবে ব্যবসা করা যায় সেই চেস্টাই করছি',বলেন চলচ্চিত্র বিপণনের একজন কর্মকর্তা। আর যারা ক্রিকেট নিয়ে ছবি তৈরি করেছেন,তারা ব্যবসা করার ব্যাপারে যথেস্ঠ আশাবাদী। 'আমার ছবির মুল বিষয় ক্রিকেট। পাঁচজনকে নিয়ে ছবিটি নির্মাণ করা হলেও তাদের সবার মধ্যে একটি বিষয়ে মিল রয়েছে,সেটি হল ক্রিকেট। দর্শকরা আশা করি ভালোমতোই গ্রহণ করবেন ছবিটা',বললেন 'হ্যাটট্রিক'ছবির পরিচালক মিলান লুথরিয়া। তবে বলিউডের তারকারা যে শুধু পেশাগত কারণেই এসব ছবিতে অভিনয় করেন,ব্যাপারটা কিন্তু তা নয়। বেশির ভাগ তারকারই ব্যক্তিগত পছন্দ ক্রিকেট ।

**হরতালে পশ্চিমবঙ্গ অচল

    পশ্চিমবঙ্গে শুত্ররু বার বিরোধী দলের ডাকা হরতালে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন শহর প্রায় অচল হয়ে পড়ে। হরতাল সমর্থকরা সরকারি অফিস ও বাসে আগুন লাগিয়ে দেয়। হরতাল চলাকালে অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধু ছিল। কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি। রেল যোগাযোগও প্রচন্ডভাবে বিঘ্নিত হয় হরতাল সর্মথকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পুলিশ অন্তত ২০০ জনকে গ্রেফতার করেছে। এদিকে নন্দীগ্রামে পুলিশ কে তাত্ক্ষনিকভাবে যেতে নির্দেশ দেওয়ায় রাজ্য মুখ্যমন্ত্রী বুদ্ধদের ভট্টাচার্য তার দলের ভেতর ও বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বৃহস্পতিবার বামফ্রন্টের বৈ বৈঠক সুত্রে এ কথা বলা হয়। এএফপি,বিবিসি,এনঢিটিভি।

    নন্দীগ্রামে পুলিশের গুলিতে ২৫ জন নিহত হওয়ার প্রতিবাদে শুত্র বার রাজ্যব্যাপী এ হরতালের ডাক দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ভোর ৬টা থেকে ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দেয়। অন্যদিকে বিজেপি ২৪ ঘন্টার বন্ধ আহ্বান করে।

    ধর্মঘটের কারণে রাজ্যজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ ছিল। বিভিন্ন পরীক্ষার তারিখ পরিরর্তন করা হয়েছে। রেল যোগাযোগ থেকে কলকাতা বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে রাজ্যের অধিকাংশ শিল্প এলাকা ও চা বাগানের কার্যত্র ম স্বাভাবিক ছিল। তবে লোকজনের উপস্থিতি কম ছিল।