জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়াসুহিসা শিওজাকি ১৯ মার্চ টোকিওতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সরকার ম্যাকাওয়ের হুই ইয়ে ব্যাংকে রাখা উত্তর কোরিয়ার অর্থ ফ্রিজিংয়ের ব্যাপারে একমত অর্জিত হওয়াকে জাপান স্বাগত জানায়।
একই দিন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইয়াসুহিসা বলেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এবারের ছ-পক্ষীয় বৈঠকে সাফল্য অর্জনের জন্য শর্ত সৃষ্টি করেছে। এই অগ্রগতি বৈঠকে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি এবারের ছ-পক্ষীয় বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী।
ইয়াসুহিসা আরো বলেন, উত্তর কোরিয়া পরমানু মুক্তকরণের জন্য কেমন বাস্তব পদক্ষেপ নেবে তা হলো ছ-পক্ষীয় বৈঠকের একটি প্রধান বিষয়। তিনি আশা করেন উত্তর কোরিয়া তার আন্তরিকতা সবাইকে দেখাবে।
|