চীন ও জাপানের অভিন্ন গবেষণা বিষয়ক দ্বিতীয় দফা সম্মেলন ১৯ মার্চ সকালে টোকিওতে শুরু হয়েছে।
চীন ও জাপানের ১০ জন পন্ডিত এবারের সম্মেলনে অংশ নিয়েছেন। টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিতাওকা শিনিছি এবং চীনের সামাজিক বিজ্ঞান একাডেমির আধুনিক গবেষণালয়ের পরিচালক বু পিং দু'দেশের প্রধান কাউন্সিলারের দায়িত্ব গ্রহণ করেছেন।
খবরে প্রকাশ, "জাপানের যুদ্ধের দায়িত্ব" এবং "নানচিংয়ে ব্যাপক গণহত্যাসহ" চীন ও জাপানের মধ্যে প্রচুর মতভেদসম্পন্ন ঐতিহাসিক সমস্যা আলোচনার আওতায় আনা হবে। দু'পক্ষের মধ্যে কতগুলো মতভেদ সমাধান করা হবে যা এবারের সম্মেলনের মূল আলোচ্যে পরিণত হবে।
|