শ্রীলংকার সামরিক বাহিনী ১৯ মার্চ বলেছে, শ্রীলংকার সরকারী বাহিনী এদিন সরকার বিরোধী এল টি টি ই'র সঙ্গে গুলি বিনিময়ে এই সংস্থার ছয় জন সদস্যকে হত্যা করেছে। সরকারী বাহিনীর দু'জনও নিহত হয়েছেন।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সরকারী বাহিনীর একটি প্রহরী দল ১৯ মার্চ শ্রীলংকার পূর্বাঞ্চলের বাত্তিকালুওয়ায় এল টি টি ই'র সঙ্গে তুমুল গুলি বিনিময় করছে এবং এই সংস্থার ৪ জন সদস্যকে হত্যা করেছে। একই অঞ্চলের আরেকটি গুলিবিনিময়ের ঘটনায় সরকারী বাহিনী এলি টি টি ই'র দু'জন সদস্যকে হত্যা করেছে। সরকারী বাহিনীর ১২ জন সৈন্যও আহত হয়েছেন।
|