জেরুজালেমে মার্কিন কন্সোলেটের মুখপাত্র স্ওয়েজার ব্লুম রোববার বলেছেন , যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিনের ঐক্য সরকারের হামাসের কর্মকর্তাদের বর্জন করবে । তবে যুক্তরাষ্ট্র হামাসের কর্মকর্তা নন এমন নেতৃবৃন্দের সংগে মেলামেশা করার সম্ভাবনাকে উড়িয়ে দেবে না । একই দিন ইসরাইলের মন্ত্রিসভায় নিরংকুশ ভোটে অব্যাহতভাবে ফিলিস্তিন সরকার বর্জনের নীতি বলবত্ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
ব্লুম আরো বলেন , ফিলিস্তিনের ঐক্য সরকার যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্য সমস্যা সংক্রান্ত চার পক্ষের উপস্থাপিত শর্ত গ্রহণ না করবে এবং ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত সংশ্লিষ্ট চুক্তিগুলো মেনে না নেবে , ততদিন পর্যন্ত ফিলিস্তিন সরকারের উপর যুক্তরাষ্ট্রআরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ।
ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনের উপর তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার আহবান জানিয়েছেন ।
|