v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-19 18:43:08    
বিশ্বের বৃহত্তম আট টি প্রদর্শনী জার্মানীতে শুরু

cri
    এ মাসের ১৫ তারিখ থেকে বিশ্বের বৃহত্তম হাই টেক প্রদর্শনী-- সিবিট জার্মানীর উত্তরাঞ্চলের হানোভার শহরে শুরু হয়েছে । সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে বিশ্বের ছ' হাজার ৫৯টি শিল্প কোম্পানির সবচেয়ে নতুন প্রযুক্তি ও পন্য প্রদর্শিত হবে । লক্ষ লক্ষ দর্শক এ প্রদর্শনী পরিদর্শন করছেন । চীনের মূলভূভাগ , হংকং ও তাইওয়ানের প্রায় ১৩ শ' কোম্পানি নিয়ে গঠিত চীনের প্রদর্শনী দলের নতুন পন্য ও প্রযুক্তি আই টি শিল্পের এই প্রদর্শনীতে অনেকের দৃষ্টি আকর্ষন করেছে ।

    প্রদর্শনীকক্ষের এক নম্বর প্রদর্শনী টেবিল লাল কাপড় দিয়ে মুড়ানো হয়েছে । প্রদর্শনী টেবিলে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন লাল রঙয়ের চীনা গীট রাখা হয় । চীনা কর্মীরা লাল রংয়ের ঐতিহ্যিক পোশাক পরেন। পেইচিংয়ের হুয়া ছি টেলিযোগাযোগ কোম্পানির প্রধান ইঞ্জিনিয়ার ছেন কান আমাদের সংবাদদাতাকে বলেছেন , আমাদের কোম্পানির প্রদর্শনী টেবিল বৈশিষ্ট্যপূর্ণ । সিবিটসহ বিদেশের সব প্রদর্শনীতে হুয়া ছি কোম্পানির কর্মীরা সবসময়ই চীনের ঐতিহ্যিক স্টাইলের পোশাক পরেন । এটাই চীনের একটি বৈশিষ্ট্য । হুয়াছি কোম্পানির পন্যের প্রধান মার্কা হলো    ' আইকো ' । আমরা লাল রংয়ের এই সব উপাদান দিয়ে দর্শকদের আমাদের কোম্পানির পন্য প্রচার করবো ।

     স্বাগতিক দেশ জার্মান ছাড়া সিবিটে চীনা দল বৃহত্তম । চীন অন্য দেশের সঙ্গে সহযোগিতার চেষ্টা করছে । বিশ্ববিখ্যাত ফর্মুলা ওয়ান গ্রাঁপি চ্যাম্পিয়নশীপে অংশনেয়া মেকলারেন গাড়ী বহরের একটি এমপি-৪ ২২ গাড়ীও আমাদের কোম্পানির তৈজসপত্র হিসেবে দেখানো হয়েছে । ছেন কান বলেছেন , গতবছরের শেষ দিকে আমরা ফর্মুলা ওয়ান গ্রাঁপি চ্যাম্পিয়নশীপে অংশ নেয়া মেলারেন গাড়ি বহরকে সাহায্য ও সহযোগিতা করেছে । এটা হচ্ছে হুয়াছি কোম্পানির বিশ্বায়ন বাস্তবায়ন এবং বিশ্বের শীর্ষ গ্রাঁপি চ্যাম্পিয়নশীপের সঙ্গে মিলিতভাবে চীনা পন্য প্রচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।

    এ প্রদর্শনীর ১২নম্বর প্রদর্শনী কক্ষে প্রধানতঃ চীনের পন্য প্রদর্শিত হয় । এই কক্ষের প্রত্যেক টেবিলে একীভুত রঙীন প্রদ্বীপ, সুন্দর পিয়নী ফুল , রঙীন রেশমী ফিতা রয়েছে। বিদেশী দর্শকরা আবেগের সঙ্গে বলেছেন , এ প্রদর্শনী কক্ষে প্রবেশ করেই চীনের বৈশিষ্ট্য বুঝা যায় । এই প্রদর্শনী কক্ষে চুসিন কোম্পানির প্রদর্শনী টেবিল যেন লাল রঙের সমুদ্রের একটি সবুজ দ্বীপ । এ কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা হোন হাই থাও বলেছেন , এবার আমরা প্রদর্শনী কক্ষ সাজানোর সময় প্রদর্শনী টেবিলে সবুজ রং বেশি ব্যবহার করেছি । আমাদের কোম্পানি এই প্রথমবার এই প্রদর্শনীতে অংশ নিয়েছে , সবুজ রঙ প্রাণ শক্তির প্রতীক । আমাদের কোম্পানি এ বছর প্রদর্শনীতে অনেক যুব কর্মী পাঠিয়েছে । আমরা দর্শকদের জানাতে চাই যে চু সিন প্রাণশক্তিতে ভরপুর একটি কোম্পানি । এ কোম্পানির সুপ্ত শক্তি বেশী , চীনের বাজারের ভবিষত উজ্জ্বল ।

    তিনি আরো বলেছেন , চু সিন কোম্পানি ইউরোপের বাজারে মাত্র প্রবেশ করেছে বলে ইউরোপের বাজারের স্বীকৃতি পাওয়া সহজ ব্যাপার নয় । আমাদের লক্ষ্য হলো যথাশীঘ্র আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা।

    তিনি বলেছেন , আমাদের কোম্পানির তৈরী একটি মোবাইল ফোনের ঢাকনায় একটি ছোট আয়না রয়েছে । এই মোবাইফোন মেয়েদের জন্য তৈরী করা হয়েছে । এ ছাড়া এই মোবাইল ফোনের উপর চীনা উপাদান যোগ দেয়ার জন্য চীনের ঐতিহ্যিক ফুলের ছবিও যোগানো হয়েছে । এতে উন্নত প্রযুক্তিবিদ্যা ও চীনের ঐতিহ্যিক সংস্কৃতি একটি মোবাইফোনে সংযুক্ত করা হয়েছে ।

    এ মাসের ১৫ তারিখ থেকে বিশ্বের বৃহত্তম হাই টেক প্রদর্শনী-- সিবিট জার্মানীর উত্তরাঞ্চলের হানোভার শহরে শুরু হয়েছে । সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে বিশ্বের ছ' হাজার ৫৯টি শিল্প কোম্পানির সবচেয়ে নতুন প্রযুক্তি ও পন্য প্রদর্শিত হবে । লক্ষ লক্ষ দর্শক এ প্রদর্শনী পরিদর্শন করছেন । চীনের মূলভূভাগ , হংকং ও তাইওয়ানের প্রায় ১৩ শ' কোম্পানি নিয়ে গঠিত চীনের প্রদর্শনী দলের নতুন পন্য ও প্রযুক্তি আই টি শিল্পের এই প্রদর্শনীতে অনেকের দৃষ্টি আকর্ষন করেছে ।

    প্রদর্শনীকক্ষের এক নম্বর প্রদর্শনী টেবিল লাল কাপড় দিয়ে মুড়ানো হয়েছে । প্রদর্শনী টেবিলে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন লাল রঙয়ের চীনা গীট রাখা হয় । চীনা কর্মীরা লাল রংয়ের ঐতিহ্যিক পোশাক পরেন। পেইচিংয়ের হুয়া ছি টেলিযোগাযোগ কোম্পানির প্রধান ইঞ্জিনিয়ার ছেন কান আমাদের সংবাদদাতাকে বলেছেন , আমাদের কোম্পানির প্রদর্শনী টেবিল বৈশিষ্ট্যপূর্ণ । সিবিটসহ বিদেশের সব প্রদর্শনীতে হুয়া ছি কোম্পানির কর্মীরা সবসময়ই চীনের ঐতিহ্যিক স্টাইলের পোশাক পরেন । এটাই চীনের একটি বৈশিষ্ট্য । হুয়াছি কোম্পানির পন্যের প্রধান মার্কা হলো ' আইকো ' । আমরা লাল রংয়ের এই সব উপাদান দিয়ে দর্শকদের আমাদের কোম্পানির পন্য প্রচার করবো ।

    স্বাগতিক দেশ জার্মান ছাড়া সিবিটে চীনা দল বৃহত্তম । চীন অন্য দেশের সঙ্গে সহযোগিতার চেষ্টা করছে । বিশ্ববিখ্যাত ফর্মুলা ওয়ান গ্রাঁপি চ্যাম্পিয়নশীপে অংশনেয়া মেকলারেন গাড়ী বহরের একটি এমপি-৪ ২২ গাড়ীও আমাদের কোম্পানির তৈজসপত্র হিসেবে দেখানো হয়েছে । ছেন কান বলেছেন , গতবছরের শেষ দিকে আমরা ফর্মুলা ওয়ান গ্রাঁপি চ্যাম্পিয়নশীপে অংশ নেয়া মেলারেন গাড়ি বহরকে সাহায্য ও সহযোগিতা করেছে । এটা হচ্ছে হুয়াছি কোম্পানির বিশ্বায়ন বাস্তবায়ন এবং বিশ্বের শীর্ষ গ্রাঁপি চ্যাম্পিয়নশীপের সঙ্গে মিলিতভাবে চীনা পন্য প্রচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।

    এ প্রদর্শনীর ১২নম্বর প্রদর্শনী কক্ষে প্রধানতঃ চীনের পন্য প্রদর্শিত হয় । এই কক্ষের প্রত্যেক টেবিলে একীভুত রঙীন প্রদ্বীপ, সুন্দর পিয়নী ফুল , রঙীন রেশমী ফিতা রয়েছে। বিদেশী দর্শকরা আবেগের সঙ্গে বলেছেন , এ প্রদর্শনী কক্ষে প্রবেশ করেই চীনের বৈশিষ্ট্য বুঝা যায় । এই প্রদর্শনী কক্ষে চুসিন কোম্পানির প্রদর্শনী টেবিল যেন লাল রঙের সমুদ্রের একটি সবুজ দ্বীপ । এ কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা হোন হাই থাও বলেছেন , এবার আমরা প্রদর্শনী কক্ষ সাজানোর সময় প্রদর্শনী টেবিলে সবুজ রং বেশি ব্যবহার করেছি । আমাদের কোম্পানি এই প্রথমবার এই প্রদর্শনীতে অংশ নিয়েছে , সবুজ রঙ প্রাণ শক্তির প্রতীক । আমাদের কোম্পানি এ বছর প্রদর্শনীতে অনেক যুব কর্মী পাঠিয়েছে । আমরা দর্শকদের জানাতে চাই যে চু সিন প্রাণশক্তিতে ভরপুর একটি কোম্পানি । এ কোম্পানির সুপ্ত শক্তি বেশী , চীনের বাজারের ভবিষত উজ্জ্বল ।

    তিনি আরো বলেছেন , চু সিন কোম্পানি ইউরোপের বাজারে মাত্র প্রবেশ করেছে বলে ইউরোপের বাজারের স্বীকৃতি পাওয়া সহজ ব্যাপার নয় । আমাদের লক্ষ্য হলো যথাশীঘ্র আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা।

    তিনি বলেছেন , আমাদের কোম্পানির তৈরী একটি মোবাইল ফোনের ঢাকনায় একটি ছোট আয়না রয়েছে । এই মোবাইফোন মেয়েদের জন্য তৈরী করা হয়েছে । এ ছাড়া এই মোবাইল ফোনের উপর চীনা উপাদান যোগ দেয়ার জন্য চীনের ঐতিহ্যিক ফুলের ছবিও যোগানো হয়েছে । এতে উন্নত প্রযুক্তিবিদ্যা ও চীনের ঐতিহ্যিক সংস্কৃতি একটি মোবাইফোনে সংযুক্ত করা হয়েছে ।