চীনের দ্বাদশ কিস্তির সাহায্যকারী সামরিক চিকিত্সা দল ১৯ মার্চ পেইচিং থেকে জাম্বিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে । তারা জাম্বিয়ায় দেড় বছর ধরে চিকিত্সা সহায়তার কাজ করবেন ।
এ চিকিত্সা দল ৯জন চিকিত্সক , একজন দোভাষী ও একজন লজিস্টিক কর্মীকে নিয়ে গঠিত । এ ৯জন চিকিত্সক আলাদা আলাদাভাবে সাধারণ শল্য চিকিত্সা , নারী চিকিত্সা , ইউরোলজী ও শিশু চিকিত্সা বিভাগে কাজ করেন ।
১৯৮৪ সালের পর চীন জাম্বিয়ায় ১১ কিস্তিতে মোট ১ হাজার ১৬৩জন সামরিক চিকিত্সককে পাঠিয়েছে ।
|