**চীন ও ব্রিটেনের চিত্রকলা শিক্ষাদান ও উদ্ভাবন প্রদর্শনী চীনের ছোংছিংয়ে শুরু হয়েছে
সিছুয়ান চিত্রকলা কলেজ এবং ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের কার্ডিফ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে " চীন ও ব্রিটেনের চিত্রকলা শিক্ষাদান ও উদ্ভাবন প্রদর্শনী"১৫ মার্চ দক্ষিণপশ্চিম চীনের ছোংছিং শহরে শুরু হয়েছে।
এবারের প্রদর্শনীর প্রধান বিষয়বস্তু হচ্ছে, দু'দেশের চিত্রকলা কলেজের ছাত্রছাত্রীদের শিল্পকর্ম ,শিক্ষকের মূল্যায়ন এবং শিক্ষাদানের তত্ত্ব নিয়ে আলোচনা করা।
২০০৩ সালে সিছুয়ান চিত্রকলা কলেজ এবং ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের কার্ডিফ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে " চীন ও ব্রিটেনের চিত্রকলা শিক্ষাদান ও উদ্ভাবন"-বিষয়ক গবেষণা প্রকল্প চালু হয়েছে।
**দক্ষিণ ও পূর্ব এশিয়ার চীনা ভাষার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাখরচে হান ভাষার পাঠ্যপুস্তক দেয়ার প্রস্তাবঃ চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা
চীনের দশম রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশনে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য স্যু ক্যমিন দক্ষিণ ও পূর্ব এশিয়ার চীনা ভাষার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিনাখরচে ৯ বছরের বাধ্যতামূলক শিক্ষার পাঠ্যপুস্তক দেয়ার প্রস্তাব পেশ করেছেন । যাতে বিদেশে বসবাসকারী প্রবাসী চীনাদের সন্তানরা দেশের অভ্যন্তরের ছাত্রছাত্রীর মতো হানভাষায় শিক্ষা লাভ করতে পারে ।
ভারত, বাংলাদেশ , সিঙ্গাপুর, ও থাইল্যান্ড সহ দক্ষিণ ও পূর্ব এশিয় দেশে তদন্ত ও গবেষণা চালানোর পর তিনি মনে করেন যে ,
বর্তমানে বিদেশে বসবাসকারী প্রবাসী চীনাদের ছেলেমেয়েরা যে পাঠ্যপুস্তক ব্যবহার করছে সেগুলো অপেক্ষাকৃতপুরোনো । তাই তিনি দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর চীনাভাষার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাখরচে বাধ্যতামূলক শিক্ষার পাঠ্যপুস্তক সরবরাহের জন্য বিশেষ পূঁজি স্থাপনের প্রস্তাব করেছেন । যাতে চীনের সংস্কৃতি জনপ্রিয়তা লাভ করে এবং বিদেশে বসবাসকারী প্রবাসী চীনারাও ধারাবাহিকভাবে হান ভাষা শিখতে পারেন ।
|