১৭ মার্চ রাতে বিশ্বকাপের দারুন উত্তেজনাময় হৃদস্পন্দন বৃদ্ধি করা দুটি খেলার একটিতে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতকে বাংলাদেশের তরুণ খেলোয়াড়েরা উড়িয়ে দিয়েছে ছিন্ন পত্রের মতই। ক্রিড়া বিশেষজ্ঞদের মতে অনেকটা আপসেট হলেও মাত্র কদিন আগে নিউজিল্যান্ডকে হারানোর মধ্য দিয়েই তাদের ক্ষমতার আগাম পূর্বাভাস দিয়েছিল। এ খেলায় বাংলাদেশের ঝড়ো বোলিং-এর মুখে ভারত মাত্র ৪৯.৩ ওভারে ১৯১ বানে গুটিয়ে যায়। বাংলাদেশ ব্যাট করতে নেমে দারুন প্রতাপের সঙ্গে খেলে ৪৮.৩ বলে সহজেই কাঙ্খিত ১৯৫ রান তুলে নিয়ে বিশ্ব কাপের আসরে এক অনবদ্য জয় দিয়ে শুরু করলো তাদের নির্ভেজাল অগ্রযাত্রা। সাবাস বাংলাদেশ । এ খেলায় ম্যান অবদি ম্যাচ হয়েছে নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত মাশরাফী বিন মুর্তজা। এ ক্ষেত্রে আশা জাগা নিয়া অনুভূতি নিয়ে পরবর্তী খেলায় তারা আগামী ২১শে মার্চে পোর্ট অব স্পেনের একই স্টেডিয়ামে মুখোমুখি হবে আরেক বিশ্বকাপ জয়ী দল শ্রীলংকার। এ ছাড়াও বাংলাদেশ আগামী ২৫শে মার্চ ত্রিনিদাদের পোর্ট অবস্পেনের সবস্পেনের কুইন্স পার্ক ওভাল মাঠে খেলবে বারমুডার সঙ্গে।
তরুণরাই যেন আগামী দিনের বিশ্বের চমক। এ দিন জামাইকার কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত অপর খেলায় লজ্জার মাথা খেয়ে নিরবে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার ঘন্টা বাজিয়ে দিয়েছে বিশ্বকাপ জয়ী আরেকটি শক্তিধর দল পাকিস্তান। নবীন আয়াল্যান্ডের কাছে তারা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তারা হেরে যায় অতি সহজেই। আয়ারল্যান্ড কিন্তু এর আগের ম্যাচে ১৫ই মার্চে সাবিনা পার্কে আরেকটি টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের সঙ্গে দাপটের সঙ্গে খেলে ম্যাচটি টাই করে ফেলে। বিশ্বকাপে এ পর্যন্ত এটি দ্বিতীয়রার টাই হওয়ার ঘটনা।
গত ১২ই মার্চ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জামাইকায় সংগীত , নৃত্য, কাব্যিক উপস্থাপনার সুর আর বর্ণময় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া জগতের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হয়েছে। ১০টি টেস্ট প্লেয়িং দেশসহ মোট ১৬টি দেশ এবারের এই বিশ্বকাপের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
৪৫ দিনব্যাপী উচ্ছ্বাস, উদ্যাম আর প্রাণবন্ত এই আসরটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ৮টি ভেনুতে ৫১টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে। আগামী ২৮শে এপ্রিল দ্বীপপুঞ্জের বাধাভোজে ফাইনাল খেলার মধ্য দিয়ে এই নবম বিশ্ব কাপের ইতি ঘটবে।
আগামীকাল থেকে কোন গ্রুপের খেলা কখন, কোন মাঠেও কাদের সঙ্গে অনুষ্ঠিত হবে তা হলোঃ
গ্রুপ 'এ'তে রয়েছেঃ অষ্ট্রেলিয়া, নেদারল্যান্ড, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এ গ্রুপের সকল খেলা সেন্ট কীটস-এর ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।
গ্রুপ 'বি'তে রয়েছেঃ বাংলাদেশ, বারমুডা, ভারত ও শ্রীলংকা। এ গ্রুপের সকল খেলা হবে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে।
গ্রুপ 'সি'তে রয়েছেঃ ক্যানাডা, ইংল্যান্ড, কেনিয়া ও নিউজিল্যান্ড। এ গ্রুপের সকল খেলা সেন্ট লুসিয়ার গ্রস দ্বীপের বিসাজুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
গ্রুপ 'ডি'তে রয়েছেঃ আয়ারল্যান্ড, পাকিস্তান, ওয়েষ্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এ গ্রুপের সকল খেলা জামাইকার কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে।
১৮ মার্চ রাতে নবম বিশ্বকাপ ক্রিকেটের যে সব খেলা অনুষ্ঠিত হয়েছে যে সব দেশের মধ্যে রয়েছে সেন্ট কীটসের ওয়ার্নার পার্কে অষ্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড এবং সেন্ট লুইসের বিসাজুর স্টেডিয়ামে ক্যানাডা বনাম ইংল্যান্ড।
এখন আপনাদের জানিয়ে দিচ্ছি ফাইনালসহ পরবর্তী ১০টি খেলার তালিকাঃ
১৯ মার্চ
ত্রিনিদাদের কুইন্স পার্কে বারমুডা বনাম ইন্ডিয়া
জামাইকার সাবিনা পার্কে ওয়েষ্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে
২০ মার্চ
সেন্ট কীটসের ওয়ার্নার পার্কে স্কটল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
সেন্ট লুসিয়ার বিসাজুর ষ্টেডিয়ামে কেনিয়া বনাম নিউজিল্যান্ড
২১ মার্চ
ত্রিনিদাদের কুইন্স পার্কে বাংলাদেশ বনাম শ্রীলংকা
জামাইকার সাবিনা পার্কে পাকিস্তান বনাম জিম্বাবুয়ে
২২ মার্চ
সেন্ট কীটসের ওয়ার্নার পার্কে স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ড
সেন্ট লুসিয়ার বিসাজুর ষ্টেডিয়ামে ক্যানাডা বনাম নিউজিল্যান্ড
২৩ মার্চ
ত্রিনিদাদের কুইন্স পার্কে ভারত বনাম শ্রীলংকা
জামাইকার সাবিনা পার্কে ওয়েষ্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড
২৪ মার্চ
সেন্ট কীটসের ওয়ার্নার পার্কে অষ্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা
সেন্ট লুসিয়ার বিসাজুর ষ্টেডিয়ামে ইংল্যান্ড বনাম কেনিয়া
বন্ধুরা, আগামী ২৭ মার্চ থেকে শুরু হয়ে ২১শে এপ্রিল পর্যন্ত এসব খেলার বিজয়ী দেশগুলোকে নিয়ে সুপার এইটের প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। আগামী ২৪ ও ২৫শে এপ্রিল অনুষ্ঠিত হবে ১ম ও ২য় সেমি ফাইনাল।
২৮শে এপ্রিল বার্বাডোজের কিংস্টন ওভাল মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এ বারের এই বর্ণাঢ্য নবম বিশ্বকাপ।
|