সাংহাই বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ ভালভাবে চলাতে হবে: চীনের উপ-প্রধানমন্ত্রী
cri
চীনের উপ-প্রধান মন্ত্রী, বিশেষ অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিশনের সম্মানীয় চেয়ারম্যান হুয়ে লিয়েন ইয়ে সম্প্রতি জোর দিয়ে বলেছেন, সংশ্লিষ্ট অঞ্চল এবং বিভাগগুলোকে সাংহাই বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস--২০০৭ এর বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ ভালভাবে করতে হবে, যাতে এই বিশেষ গেমসের সফলতা সুনিশ্চিত হয়। একটি অধিবেশনে উপ প্রধান মন্ত্রী হুয়ে লিয়েন ইয়ে বলেছেন, ২০০৭ সালের সাংহাই বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস হবে এখন পযর্ন্ত সবচেয়ে বেশী দেশ, অঞ্চলের অংশ গ্রহণকারী একটি আন্তর্জাতিক গেমস। এই গেমস যেন সফলভাবে আয়োজন করা হয় সেই জন্যে বিভিন্ন সংশ্লিষ্ট অঞ্চল ও বিভাগগুলো সংগঠন, পরিসেবা, নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছে। উপ প্রধান মন্ত্রী হুয়ে লিয়েন ইয়ে আশা করেন, এবার বিশেষ অলিম্পিক গেসম আয়োজনের মাধ্যমে সারা সমাজে প্রতিবন্ধিদের যত্ন নেওয়ার পরিবেশ সৃষ্টি হবে।
|
|