ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ১৮ মার্চ বলেছেন , ভবিষ্যতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সংগে তাঁর সংলাপে তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করবেন না ।
ওলমার্ট বলেছেন , ইসরাইল মনে করে যে , ফিলিস্তিনের নতুন সরকারের নীতি-নির্ধারণী কর্মসূচীতে সব রকম উপায় দিয়ে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের প্রতি সমর্থন জানানো হয়েছে । ইসরাইল ও আন্তর্জাতিক সম্প্রদায় এ কর্মসূচীকে গ্রহণ করবে না । তিনি বলেছেন , ইসরাইল ফিলিস্তিন জাতীয় ঐক্য সরকারের সংগে সহযোগিতা চালাবে না । তবে ইসরাইল ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের সংগে যোগাযোগ বজায় রাখবে ।
শনিবার ফিলিস্তান ঐক্য সরকার শপথ গ্রহণের পর ওলমার্ট এ প্রথম এ সরকার সম্পর্কে তাঁর মনোভাব প্রকাশ করেছেন ।
|