চীনের পিপল্স ডেইলীর ১৮ মার্চের খবলে প্রকাশ , বিশ্ব মেধা স্বত্ব সংস্থার সাম্প্রতিক এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৬ সালে চীনের আন্তর্জাতিক পেটেন্ট অধিকার দরখাস্তের সংখ্যা ৩ হাজার ৯১০টিতে দাঁড়িয়েছে । এটি ২০০০ সালের প্রায় ৫ গুণ । এ সংখ্যা বৃদ্ধির গতি পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে ।
বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন ও প্রযুক্তিগত শক্তি বৃদ্ধির সংগে সংগে গত কয়েক বছর " পেটেন্ট অধিকার সহযোগিতা চুক্তি" পি সি টির মাধ্যমে চীনের পেশ করা আন্তর্জাতিক পেটেন্ট অধিকার দরখাস্তের সংখ্যা দ্রুত বেড়েই চলেছে । এতে প্রমাণিত হয়েছে যে , চীনের স্বাবলম্বী শৃজনশীলতার সামর্থ্য জোরদার হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে চীনের শিল্পপ্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা ও মেধা স্বত্ব সংরক্ষণের সচেতনতা বেড়েছে ।
|