কোরিয় উপদ্বীপ পরমানু অস্ত্রমুক্তকরণ সম্পর্কিত কর্মগ্রপের প্রথম অধিবেশন ১৭ মার্চ পেইচিংয়ে শুরু হয়েছে । এ গ্রুপের প্রধান , চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ তা উয়েই ও অন্য পাঁচ পক্ষের কর্মকর্তারা এ অধিবেশনে অংশ নেন । অধিবেশনটিতে উত্তর কোরিয়ার প্রতিশ্রুত পরমাণু স্থাপনা বন্ধ করা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরীক্ষা গ্রহণের বিষয় নিয়ে আলোচনা করা হবে ।
পঞ্চম ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের সম্মেলন ১৩ ফেব্রুয়ারী পেইচিংয়ে শেষ হয় । এ সম্মেলনে যুক্তবিবৃতির কার্যকরী সংক্রান্ত একটি দলিল গৃহিত হয়েছে এবং যুক্তবিবৃতি কার্যকরীর বাস্তব ব্যবস্থা নেয়ার জন্য পাঁচটি কর্মগ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে
|