চীনের বাণিজ্য মন্ত্রী পো সি লাই বলেছেন , সদ্য সমাপ্ত চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে গৃহিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর নতুন আয়কর আইন বিদেশী পুঁজি আকর্ষনে সাহায্য করবে । নতুন আয়কর আইনে দেশের ও বিদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা আয়কর হার নির্ধারণের পরিবর্তনে দেশবিদেশের সব শিল্পপ্রতিষ্ঠানের জন্যএকীভুত ২৫ শতাংশের নতুন আয়কর হার নির্ধারণ করা হয়েছে ।
সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে মন্ত্রী পো সি লাই বলেছেন , দেশি ও বিদেশী শিল্পপ্রতিষ্ঠানেরর জন্য একীভুত আয়কর হার নির্ধারণের ফলে একীভুত ও যুক্তিযুক্ত বাজার পরিবেশ সৃষ্টি হবে । এতে বিদেশী ব্যবসায়ীদের বিনিয়োগ আরো বাড়বে ।
তিনি আরো বলেছেন , একীভূত আয়কর হার ছাড়া অবকাঠামো নির্মান , শ্রমশক্তি গুনগত মান ও সমাজের স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ । এ গুলোর চেয়ে আরো গুরুত্বপূর্ণ হলো বাজার । সারা বিশ্বে চীনের বাজারের প্রসার সবচেয়ে দ্রুত ।
|