চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট হু চিন থাও ১৬ মার্চ পেইচিংয়ে বলেছেন , চীন-জাপান সম্পর্কের স্থিতিশীল প্রসার তরান্বিত করার জন্য চীন জাপানের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালাবে । জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব হিদেনাও নাকাগাওয়া ও নিউ কোমেইটো পার্টির মহাসচিব কাজুও কিটাগাওয়ার সঙ্গে এক সাক্ষাত্কালে সাধারণ সম্পাদক হু চিন থাও এ কথা বলেছেন ।
হু চিন থাও জোর দিয়ে বলেছেন , চীন ও জাপানকে দুদেশের তিনটি রাজনৈতিক দলিল অনুসারে শান্তিপূর্ণ সহাবস্থান , বংশপরম্পরায় বন্ধুত্ব করা , পারস্পরিক কল্যানের ভিত্তিতে সহযোগিতা এবং অভিন্ন উন্নয়নের পথ ধরে চলতে হবে । আমাদের পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে হবে , স্পর্শকাতর বিষয়গুলোর যথাযথ নিষ্পত্তি করতে হবে এবং দু দেশের মধ্যে অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে দু দেশের মধ্যে পারস্পরিক কল্যানের সম্পর্ক স্থপনের প্রচেষ্টা চালাতে হবে ।
কাজুও কিটাগাওয়া বলেছেন , জাপান আশা করে দু পক্ষের নিরলস প্রচেষ্টার মাধ্যমে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা বাড়ানো হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন অধ্যায় সৃষ্টি করতে হবে ।
|