১৬ মার্চ জাতি সংঘ মহা সচিব বান কি মুন বিশ্ব সম্প্রদায়ের কাছে ইরাকের পুর্নগঠন কাজে সক্রিয়ভাবে যোগ দিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে ইরাকে অর্থনৈতিক ও সামাজিক সংস্কার চালানোর সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। যাতে ইরাক যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক উন্নয়নের কক্ষপথে প্রবেশ করতে পারবে।
১৬ মার্চ ইরাকের সহায়তা বিষয়ক এক আন্তর্জাতিক অধিবেশনে ভাষণ দেয়ার সময় তিনি বলেছেন, জাতি সংঘ সর্ব শক্তি দিয়ে এই পুর্নগঠনপরিকল্পনাকে সমর্থন দেয়। তিনি জোর দিয়ে বলেছেন, ইরাকে রাজনৈতিক স্থিতিশীলতা বাস্তবায়ন করা এবং সহিংসতা হ্রাস করা এই পুর্নগঠনের পরিকল্পনা নিশ্চিত করার মৌলিক পূবর্শত।
1 2
|