১৭ মার্চের পিপলস ডেইলি পত্রিকার সম্পাদকীয়তে চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনের সমাপ্তিকেঅভিনন্দন জানানো হয়েছে। সম্পাদকীয়তে এবারের অধিবেশনের ভূয়সী প্রশংসা করা হয়েছে। সম্পাদকীয়তে বলা হয়েছে, এবার অধিবেশনে সম্পদ অধিকার সংক্রান্ত আইন ও শিল্প-প্রতিষ্ঠানের আয় কর সংক্রান্ত আইন অনুমোদিত হয়েছে। চীনের সমাজতান্ত্রীক বাজার অর্থনীতি সম্পূর্ণ করার জন্য এ দুটো আইন অত্যন্ত তাত্পর্যসম্পন্ন।
সম্পাদকীয়তে বলা হয়েছে, এ বছর হচ্ছে চীনের উন্নয়নের গুরুত্বপূর্ণ বছর। চলতি বছরের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে চাইলে বিভিন্ন নীতিপন্থা স্থিতিশীল , সর্ম্পূণ এবং কার্যকর করতে হবে, সামষ্টিক নিয়ন্ত্রণ জোরদার ও উন্নত করতে হবে, অর্থনীতি বৃদ্ধির গুণগতমান ও ফুলপ্রসুতা বিপুল মাত্রায় উন্নত করতে হবে এবং সমাজের উন্নয়নের দিকে আরও গুরুত্ব দিকে হবে । সর্বপরিজনসাধারণের জীবনযাত্রার মান আরও উন্নত করতে হবে।
|