জাম্বিয়া প্রজাতন্ত্র আফ্রিকার দক্ষিণাঞ্চলে অবস্থিত। এর আয়তন হচ্ছে ৭.৫ লাখ বর্গকিলোমিটার। দেশটির তামা খনিজসম্পদ প্রচুর বলে তাকে বিশ্বের চতুর্থ তামা উত্পাদনকারী দেশ বিবেজিত হয়েছে। দেশটির সুনাম রয়েছে " তামা সম্পর্কিত দেশ"।
১৯৬৪ সালে জাম্বিয়া স্বাধীনতা ঘোষণা করে। দেশটির মোট ৭৩টি জাতি আছে। লোকসংখ্যা হলো ১ কোটি ৫.৫ লাখ । এর মধ্যে ৩০ শতাংশ অধিবাসী খৃষ্টান ধর্মে বিশ্বাসী। গ্রামীণ অধিবাসীরা অধিকাংশ ধর্মে বিশ্বাসী। দেশটির মোট ৩১টি জাতীয় ভাষা আছে। সরকারী ভাষা হলো ইংরেজী।
লেভি পাট্রিক মওয়ানাওয়াসা ১৯৪৮ সালের ৩ সেপ্টেম্বর জাম্বিয়ার কোপারবেল্ট প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি জাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৭৫ সালে তিনি আইনজ্ঞের যোগ্যতা লাভ করেন। ১৯৮২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি জাম্বিয়া আইন সমিতির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি ভাইস প্রধান অভিশংসকএর দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে তাঁর নাম ব্রিটেনের আইনজ্ঞের নাম তালিকায় সর্বোচ্চ স্থানে ছিল। ১৯৯০ সালে তিনি সাবেক প্রেসিডেন্ট ফ্রেডারিক জ্যাকোব তিতুস ছিলুবার সঙ্গে বহু দলীয় গণতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে তিনি এ দলের ভাইস মহাপরিচালকের পদে নিযুক্ত হন। অক্টোবর মাসে তিনি সংসদের সদস্য নির্বাচিত হন। ২ নভেম্বর তিনি ভাইস প্রেসিডেন্টের পদে নিযুক্ত হন। ২০০১ সালের ডিসেম্বর মাস থেকে তিনি জাম্বিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি পুনরায় প্রেসিডেন্টের নির্বাচিত হন।
২০০৩ সালের নভেম্বর মাসে তিনি চীন সফর করেন। তাঁর তিন ছেলেমেয়ে।
১৯৬৪ সালের ২৯ অক্টোবর জাম্বিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর পর দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। ২০০৫ সালে চীন ও জাম্বিয়া দু'দেশের বাণিজ্যের পরিমাণ হলো ০.৩ বিলিয়ন মার্কিন ডলার। তা গতবছরের তুলনায় ৩৫.১ শতাংশ বেশী।
|