v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-16 20:39:22    
চিউসান সোসাইটির তিনজন সোনালী ফুল

cri
    চীনের চিউসান সোসাইতি হল বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের সিনিয়ার ও মধ্য পর্যায়ের বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত রাজনৈতিক লিগের বৈশিষ্ট্যসম্পন্ন একটি রাজনৈতিক দল । চিউসান সোসাইটি চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব মেনে চলা , চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ট সহযোগিতা করা এবং চীনের স্বকীয়বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বাস্তবায়নে সহযোগিতাকারীএকটি রাজনৈতিক দল । চিউসান সোসাইটিতে অসংখ্য দক্ষ সদস্য রয়েছে । এদের মধ্যে গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বহু নারী সদস্য বহু বছর ধরে রাষ্ট্রের রাজনৈতিক কর্মকান্ডেতত্পর রয়েছেন । এ বছরের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে । ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আমাদের সংবাদদাতা রাজনৈতিক পরামর্শ সম্মেলনের তিনজন প্রবীণ নারী সদস্যের সাক্ষাত্কার নিয়েছেন ।

    জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য সিয়ে লিচুয়েন এখন সাংহাই শহরের রাজনৈতিক পরামর্শ পরিষদের ভাইস চেয়ারম্যান । গত শতাব্দীরআশির দশক থেকে নব্বইর দশক পর্যন্ত সিয়ে লিচুয়েন সাংহাই শহরের ভাইস মেয়র ছিলেন । তার কার্যমেয়াদকালে সিয়ে লিচুয়েন সবসময় জনসাধারণের দৈনন্দিন জীবন সম্পর্কিত কাজকে নিজের প্রধান কাজ হিসেবে গ্রহণ করতেন । গত শতাব্দীর নব্বইর দশকের শুরুতে তার প্রচেষ্টায় সাংহাই শহরে " মাধ্যমিক স্কুল, প্রাথমিক স্কুল ও কিন্ডারগার্ডেনের ছেলেমেয়েদের হাসপাতালে থেকে চিকিত্সা বীমা পদ্ধতি" চালু হয়েছে । "বীমা পদ্ধতি" কার্যকর করার পর প্রত্যেক বছর প্রায় ৫০-৬০ হাজার ছেলেমেয়ে এ থেকে উপকৃত হচ্ছে ।

    সিয়ে লিচুয়েন এখন ভাইস মেয়র নন, তবে জাতীয় রাজনৈতিক পরামর্শ পরিষদ সদস্যের দায়িত্বের কারণে তিনি সুষম সমাজ নির্মাণে অনবরতভাবে মতামত বা প্রস্তাব উত্থাপন করেন । তিনি বলেছেন ,দশ বছর আগে আমি "কৃষি শ্রমিকের সন্তানকে নতুন শতাব্দীর নতুন নিরক্ষর হতে না দেয়ার" একটি প্রস্তাব উত্থাপন করলাম । কিছু দিন যেতে না যেতেই শিক্ষা মন্ত্রণালয়ের উত্তর পেলাম । উত্তরে বলা হয়েছে , সমস্যাটি নিয়ে গবেষণা চালানো হবে এবং সমস্যার সমাধান করা হবে । ২০০৪ সালের শুরুতে সরকার একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে । এই সিদ্ধান্তে বিভিন্ন এলাকার কৃষি শ্রমিকের সন্তানদের বাধ্যতামূলকবাবেশিক্ষা লাভের নিশ্চয়তা বিধান করার আবেদন জানানো হয়েছে । সদস্য হিসেবে আমরা সিদ্ধান্তটির বাস্তবায়ন জোরদার করেছি ।

    আনন্দের ব্যাপার এই যে , সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকারের সংশ্লিষ্ট নীতির কল্যাণে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের সক্রিয় সহযোগিতার মাধ্যমে কৃষি শ্রমিকেরসন্তানদের শিক্ষা লাভের সমস্যা ধাপেধাপে সমাধান হয়েছে । গত ৫ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বলেছেন , গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষাখাতকে আরও বাড়ানো হবে । স্কুল বয়সী সব ছেলেমেয়েরা যাতে স্কুলে ভর্তি হতে পারে।

    লি হুইচেন এখন চিলিন প্রদেশের রাজনৈতিক পরামর্শ পরিষদের ভাইস চেয়াররম্যান । তিনি যন্ত্রপাতি তৈরীর একজন বিশেষজ্ঞ । তাই তিনি সাজসরঞ্জামতৈরী ও ব্যবহারের উপর খুব মনোযোগ দিচ্ছেন।গত কয়েক বছরে চীন অনেক সাজসরঞ্জাম কিনেছে , কিন্তু এই সব সাজসরঞ্জামকে ভালভাবে কাজে লাগানো হয়নি ।এমন কি কোনো কোনো যন্ত্রপাতিতে মরিচা ধরেছে । এ সম্পর্কে মাদাম লি হুইচেন বলেছেন, ২০০৫ সালে জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্ট্যান্ডিং কমিটির সভায় আমি এই সমস্যা উত্থাপনকরেছি । রাষ্ট্রীয় পরিষদের সে সময়কার ভাইস মহাসচিব ওয়াং ইয়াংয়ের উদ্যোগে আয়োজিত এক সভায় বিভিন্ন পক্ষের স্বার্থ সমন্বয় করা হয়েছে । ৬ মাস পর হুয়ালিয়াং মাল পরিবহন গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে এই সব সাজসরঞ্জামকে কাজে লাগানো শুরু হয় ।

    লু কুয়াংসিউ হুনান প্রদেশের রাজনৈতিক পরামর্শ পরিষদের ভাইস চেয়ারম্যান । তিনি চীনা চিকিত্সা ক্ষেত্রের বিশেষজ্ঞ । স্থানীয় রোগপ্রতিরোধ ও চিকিত্সায় তিনি অত্যন্ত অভিজ্ঞ । বিশেষ করে বিংশশতাব্দীর ৯০-এর দশকে চীনের অভ্যন্তরীণএলাকায় আইওডিন লবনের ব্যবহারে তিনি বিরাট অবদান রেখেছেন । ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সালের মধ্যে মাদাম লু কুয়াংসিউ কয়েকটি চিকিত্সক দল নিয়ে পশ্চিম হুনান প্রদেশের চাং চিয়াচিয়ে শহরের একটি গ্রাম পরিদর্শন করেছেন । গ্রামটি " পাগল গ্রাম" নামে পরিচিত ছিল । কয়েক বছরের দুরুহ ও পরিশ্রমের পর তিনি উপলব্ধি করেছেন যে , অভ্যন্তরীণ এলাকার আইওডিনের অভাবে এক ধরণের রোগ হয় । যার নাম ঘ্যাগ । এর ফলে এই গ্রামে বেশ কয়েকজনের বুদ্ধি লোপ যায়। পরিদর্শনভিত্তিক লেখা রিপোর্টটিদাখিল করার পর কেন্দ্রীয় সরকার ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্ব দিতে শুরু করে । এর পর লোকেরা আইওডিন লবন খেতে শুরু করেন ।

    এ বছর মাদাম লু " পেশাদারী রোগ প্রতিরোধের কাজ জোরদার করার প্রস্তাব" পেশ করেছেন । তিনি বলেছেন , খনিতে পেশাদারী রোগেরসমস্যা কখনই গুরুতর সমস্যা ছিল না ।সাধারণত খনিতে তিন-চার বছর কাজ করার পর শ্রমিকদের ফুসফুসের সমস্যা হতো । কিন্তু কিছু খনি-মালিকরা শুধু মুনাফার জন্য কাজ করেন , নিজের সামাজিক দায়িত্ব বহন করেন না । বেশির ভাগ খনি শ্রমিক অপেক্ষাকৃতগরিব । তারা জানেন না, কিভাবে নিজদের স্বার্থ রক্ষা করতে হয় । তাই এই সমস্যাকে বেশি গুরুত্ব দেয়া উচিত ।

    জাতীয় রাজনৈতিক পরামর্শ পরিষদের সদস্যের মধ্যে নারী সদস্যের অনুপাত কম হলেও তাদের লাবন্য আকর্ষণীয় । নারী সদ্যসের বৈশিষ্ট্য সম্পর্কে লি হুইচেন বলেছেন , আমি মনে করি, নারী সদস্যরা বেশী মনোযোগী,যত্নশীল এবং সহানুভূতিশীল । তারা সবসময় দুর্বল লোকদের বেশী যত্ন দেন ।

    এই তিনজন সদস্য বলেন, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হওয়ার এ কয়েক বছরে কাজের জন্য তারা পারিবারিক জীবনে কিছুটা ত্যাগ করতে হয়েছে বটে , কিন্তু তাদের লাভও হয়েছে তার চে' বেশি । তাদের দৃষ্টি সম্প্রসারিত হয়েছে, সমস্যা সমাধানে তারা আরও সামর্থ হয়েছেন এবং জনসাধারণকে আরও বেশি জানতে পেরেছেন । তারা বলেছেন , পরিবার তাদের কাজকে খুব সমর্থন করে বলে তারা মনোযোগের সঙ্গে তাদের কাজ করতে পারছেন ।