১৬ মার্চ পিপলস ডেইলি পত্রিকার খবরে প্রকাশ , চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়্যু সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , চীন সার্বিকভাবে আবহাওয়ার পরিবর্তন মোকাবেলা করার ক্ষমতা বাড়াবে , দুর্যোগের দরুণ সৃষ্ট ক্ষতিকে ন্যূণতম পর্যায়ে কমানোর চেষ্টা করবে এবং আর্থ-সামাজিক টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে ।
তিনি বলেছেন , বিশ্বের আবহাওয়া পরিবর্তনের প্রভাবে গত কয়েক বছরে চীনের আবহাওয়ার ক্ষেত্রে অভূতপূর্ব অস্বাভাবিক লক্ষণ দেখা দিয়েছে । দুর্যোগ নিবিড়ভাবে দেখা দেয়ার পাশাপাশি এর প্রভাবও বৃদ্ধি পেয়েছে । বিশেষজ্ঞরা মনে করেন যে , ভবিষ্যতে বিশ্বের আবহাওয়া অব্যাহতভাবে উষ্ণ হয়ে উঠবে ।
তিনি বলেছেন , ভবিষ্যতে চীন আবহাওয়া পরিবর্তনের জন্য সৃষ্ট দুর্যোগের প্রভাব কমানোর চেষ্টা করবে, দুর্যোগ মোকাবেলা করার জরুরী ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তুলবে , আবহাওয়ার পূর্বাভাস ও দুর্যোগের সতর্কতাজ্ঞাপক ক্ষমতা উন্নত করবে এবং বনাঞ্চল গড়ে তোলার মাধ্যমে পরিবেশ সুরক্ষার কাজ জোরদার করবে ।
|