এ বছরের প্রথম দু' মাসে চীনের শহর ও গ্রামাঞ্চলে স্থায়ী পুঁজির বিনিয়োগ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২৩.৪ শতাংশ বেড়ে ৬৫৩.৫ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । এর বৃদ্ধির হার ৩.২ শতাংশ হ্রাস পেয়েছে ।
চীনের অর্থনীতি ও সার্বিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের অধিক দ্রুত বৃদ্ধি চীনের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে । পুঁজি বিনিয়োগের অধিক দ্রুত বৃদ্ধির প্রবণতা রোধ করার জন্য গত বছরের দ্বিতীয় কোয়ার্টার থেকে চীনের সংশ্লিষ্ট বিভাগ ঋণের ওপর সুদের হার বাড়ানো ও নতুন প্রকল্পের সংখ্যা কমানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে । গত বছরের জুলাই মাস থেকে চীনে পুঁজি বিনিয়োগের বৃদ্ধির গতি কমে গেছে ।
চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির চেয়ারম্যান মা খাই সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , স্থায়ী পুঁজি বিনিয়োগের অধিক দ্রুত বৃদ্ধির প্রবণতা রোধ করার জন্য ইতিবাচক ব্যবস্থা নেয়া হবে ।
|