v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-16 19:43:12    
বাঙালি ছাত্র তিরার সাক্ষাত্কারের দ্বিতীয় অংশ

cri

 প্রঃ চীনা মানুষ আপনাকে দেখে যে আপনি চীনা ভাষা বলতে পারেন। তারা খুব খুশী তাই না?

 উঃ হ্যাঁ , এরা খুব খুশী, এরা আমাকে পছন্দ করে।

 প্রঃ আর আপনি কি হোস্টেলে একা থাকেন?

 উঃ না , আমার একজন কোরীয়ান রুমমেট আছে ওর সঙ্গে থাকি।

 প্রঃ আচ্ছা। প্রথমে এখানে এসে কোন সমস্যা হয়ে ছিল?

 উঃ প্রথমে এসে সমস্যা একটু ছিল। আমি আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারছিলাম না। এখানকার আবহাওয়ায় একটু ড্রাই বেশী। তারপর এখানকার খাবার , দাবার আমাদের সঙ্গে মিল কম। এখন অভ্যাস হয়ে গেছে। এখন আর সমস্যা হয় না। কিন্তু প্রথম দিকে একটু সমস্যা ছিল।

 প্রঃ এখানে আসার পরে তো শীতকাল ছিল , তাই না?

 উঃ জি।

 প্রঃ এখন কি নিজে রান্না করেন?

 উঃ না, আমাদের ডাইনিং আছে। ডাইনিং-এ খাই। না হলে আমাদের এখানে মুসলিম রেস্টুরেন্ট আছে। ওখানে যেয়ে খাই।

 প্রঃ আর পড়াশুনার পাশাপাশি আর কি কি করেন?

 উঃ পড়াশুনায় তো অনেক চাপ। পড়াশুনা করি। তারপরে টিভি দেখি, বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাই।

 প্রঃ কোথাও বেড়াতে গিয়েছিলেন?

 উঃ আমি এর মাঝে গিয়েছিলাম পিনচৌ, তারপরে বেইজিং এবং সামনে সাংহাই যাওয়ার পরিকল্পনা আছে।

 প্রঃ বেইজিং-এ কবে এসেছিলেন?

 উঃ বেইজিং-এ এসেছিলাম ৩০ তারিখে। জানুয়ারীর ১ তারিখে আমাদের ঈদ ছিল। কোরবানী। ঐ সময় আমি এসেছিলাম। আমার কিছু বাংলাদেশী বন্ধু-বান্ধবী আছে , ওদের সঙ্গে ঈদ কাটাতে এসেছিলাম।

 প্রঃ আপনার তো অনেক বাঙ্গালী বন্ধু আছে। তারাতো চীনা অবস্থা জানে না। চীনে আপনার পড়াশুনা আর আপনার অভিজ্ঞতা , ও চীনা মানুষের সঙ্গে মেত্রী এই বিষয়ে আরো বিস্তারিতভাবে একটু তথ্য দেবেন?

 উঃ হ্যাঁ, আমি আমার বন্ধুদের চিঠি লিখেছি বন্ধুদেরকে কোন করেছি তারা যেন চায়নীজ ভাষা শিখে। চায়নাতে আসতে চেষ্টা করে। এখন চায়না এবং বাংলাদেশের সম্পর্ক এত বেশী ভালো যে বাংলাদেশে অনেক বেশী চাইনিজ কোম্পানি , চায়নাতে অনেক বেশী বাঙালী আছে। যারা ইংরেজী বলতে পারে না, চায়নীজ বলতে পারে না। আবার ওরা বাংলা বলতে পারে না , ইংরেজী বলতে পারে না। যারা আমাদের মত চাইনীজ বলতে পারে , বাংলা বলতে পারে, ইংরেজী বলতে পারে, তাদের অনেক বেশী প্রয়োজন। তাই আমি মনে করি যে, অনেক বেশি বাঙালী ছেলেমেয়েদের চায়নীজ শেখা উচিত। তাহলে দু'দেশের সম্পর্ক আমাদের দ্বারা আরো বেশী উন্নত হবে।

 প্রঃ আর যদি আপনার ফ্রেন্ড চীনে আসে। তাহলে তাদের কাছে আপনার কি পরামর্শ বা প্রস্তাব দেবেন। মানে কোন কোন দিকে কি কি বিষয়ের ওপরে বেশি নজর রাখা উচিত।

 উঃ আমার মনে হয়, প্রথমে চায়নীজ ভাষাটার ওপরে গুরুত্ব দেয়া উচিত। আর সাথে সাথে ইংরেজীটা ভালোভাবে আয়ত্ব করতে হবে। কারন চায়নীজ আর ইংলিশ , এখন যেটা আমার কাছে মনে হয়, এ দুটো জিনিস জানতে পারলেই চায়নীজ কালচার যা খুব উন্নত, আমার মনে হয় সে কালচারের সঙ্গে জড়িত হতে পারলে তারা বেশী বেনিফিটেড হবে।

 প্রঃ সামনে তো চীনের বসন্ত উত্সব আসছে সেটাতো চীনের বিরাট একটি উত্সব। সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই উত্সব উদযাপনের জন্যে আপনার বিশ্ববিদ্যালয়ে কি কোন অনুষ্ঠান হবে?

 উঃ পরীক্ষা শেষ হওয়ার পর আমার বিশ্ববিদ্যালয়ে সব হলগুলো বন্ধ হয়ে গিয়েছে। ষ্টুডেন্টরা সব বাড়ী চলে গিয়েছে। এরা যখন ফিরে আসবে তখন আমার বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানটা হবে।

 প্রঃ আর চীনের বন্ধুদের সাথে আপনার কোন উদযাপন অনুষ্ঠান হবে কিনা?

 উঃ হ্যাঁ, আমার বান্ধবী ওর বাসায় আমি বসন্ত উত্সব পালন করতে যাবো। ওর আগ্রহ আমি যেন ওদের বাসায় যাই। ওর বাবা মা ভাই বোন সবার আগ্রহ আমাকে নিয়ে যাবে। এখান থেকে খুব দুরে না। তাই হয়তো এখান থেকে যেয়ে আমি এই উত্সব উদযাপন করবো।

 প্রঃ আচ্ছা, তাহলে তো খুব ভালো। আপনি জানেন, চীনের বসন্ত উত্সবে কি কি বিশেষ খাবার আছে?

 উঃ আমিতো এখোনো দেখি নি, তাই খুব ভালো বলতে পারি না।

 প্রঃ আচ্ছা, এখন জানাচ্ছি , হ্যাঁ। এই খাবারের নাম ডাম্পলিং। আসলে চীনা ভাষায় তাকে বলি চাওচি। বাংলা ভাষায় এক রকম পিঠা। খেয়েছেন?

 উঃ হ্যাঁ, খেয়েছি। আমি খেয়েছি তুংচি অনুষ্ঠানের সময়।

 প্রঃ তুংচি, হ্যাঁ তুংচি এ দিনে "চাওচি" খাওয়ার একটা নিয়ম আছে। কি পছন্দ হয়?

 উঃ হ্যাঁ, পছন্দ হয়। খুব পছন্দ।

 প্রঃ এই রান্নার পদ্ধতি শিখেছেন?

 উঃ এই রান্নার পদ্ধতি, আমাদের দেশের কাছাকাছি একটা পিঠা আছে । আমি এটা করতে পারি।

 প্রঃ তাহলে বাংলাদেশে ফিরে যাওয়ার পরে আপনার বাবা মার জন্য এটা রান্না করতে পারবেন।

 উঃ হ্যাঁ, এটা আমি নিজে তৈরী করে খাওয়াতে পারবো।

 প্রঃ আচ্ছা, শ্রোতাদের নববর্ষের কিছু শুভেচ্ছা জানাবেন না?

 উঃ অবশ্যই । শ্রোতা বন্ধুরা , যারা আমার কথা শুনছেন তাদের সবাইকে আমার চায়না নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।