জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিডিউট ১৬ মার্চ হারারে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।
জিম্বাবুয়েতে চীনের রাষ্ট্রদূত ইউয়ান নান শেং উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, কনফুসিয়াস ইনস্টিডিউটের প্রতিষ্ঠা হচ্ছে চীন ও জিম্বাবুয়ের শিক্ষা ক্ষেত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক । তিনি আশা করেন, কনফুসিয়াস ইনস্টিডিউটের ছাত্র ছাত্রীরা ভালভাবে চীনা ভাষা শিখবে এবং ভবিষ্যতে দু'দেশের মৈত্রী সেতুতে পরিণত হবে । এ ছাড়াও তারা দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে অবদান রাখবে ।
জিম্বাবুয়ের উচ্চপর্যায়ের শিক্ষামন্ত্রী ডক্টর এস. মুদেঞ্জ বলেছেন, চীন হচ্ছে জিম্বাবুয়ের দীর্ঘকালের অংশীদার । দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রয়েছে । তিনি বলেছেন, কনফুসিয়াস ইনস্টিডিউটের প্রতিষ্ঠা হবে জিম্বাবুয়ের চীনকে জানার একটি ভাল শুরু । তিনি আশা করেন, কনফুসিয়াস ইনস্টিডিউটের প্রতিষ্ঠা দু'দেশের ভাষা ও সংস্কৃতি ক্ষেত্রের বিনিময়কে আরো ত্বরান্বিত করবে ।
|