চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৬ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীন আশা করে, ফিলিস্তিনের নতুন সরকার শান্তি অন্বেষণের পথ দৃঢ়ভাবে অব্যাহত রাখবে। যাতে মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়েহ ১৫ মার্চ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে জাতীয় সরকারের মন্ত্রী সভার সদস্যর তালিকা উত্থাপন করেছেন এবং অনুমোদন পেয়েছেন। ফিলিস্তিনের জাতীয় সরকার শিগ্গীরই প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, নতুন সরকারের রাজনৈতিক খসড়া প্রস্তাবে গত বছর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুসরণ করার কথা প্রকাশিত হয়েছে। তবে এই খসড়ায় জোর দিয়ে বলা হয়েছে যে, ইস্রাইলী দখলের বিরোধীতা হচ্ছে ফিলিস্তিনীদের ন্যায্য অধিকার।
ছিন কাং বলেছেন, চীন ফিলিস্তিন জাতীয় সরকারের প্রতিষ্ঠা সম্পন্নের বিষয়টিকে স্বাগত জানিয়েছে। চীন ফিলিস্তিনের বিভিন্ন দলকে জাতীয় ঐক্য সুরক্ষার প্রচেষ্টার প্রশংসা করেছে।
|