যুক্তরাষ্ট্র , রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানী এ ছয়টি দেশ ১৫ মার্চ নিরাপত্তা পরিষদের ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত নতুন খসড়া প্রস্তাবে মতৈক্যে পৌঁছেছে। একই সঙ্গে ছয়টি দেশ জোর দিয়ে বলেছে, এ ব্যাপারে অব্যাহতভাবে আলোচনার মাধ্যমে ইরানের পারমাণিবক সমস্যার সমাধান করতে হবে।
এ প্রস্তাবের অন্তর্ভূক্ত রয়েছে : ইরানে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করা এবং তাদের রপ্তানি ক্ষেত্রের ভারী আকারের অস্ত্রকে সীমিত করা; ইরানের পারমাণবিক খাত ও ক্ষেপণাস্ত্র বিষয়ক পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের অর্থ আটকের মেয়াদ বার্ধিত করা; বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাকে ইরানের সঙ্গে আর্থিক যোগাযোগ না করার আহ্বান জানানো।
জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিতালি ছুর্কিন সংবাদ-মাধ্যমকে বলেছেন, ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে এর আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হলো ইরানের সঙ্গে পারস্পরিকভাবে সম্মান ও সহযোগিতা করা। ছয়টি দেশের নতুন মতৈক্য পৌঁছানো প্রস্তাবে ইরানের সংকট সমাধানের জন্যে একটি উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়েছে।
খবরে আরো জানা গেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পালাক্রমিক প্রেসিডেন্ট এবং জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি ডুমিসানি কুমালো ১৫ মার্চ বলেছেন, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত সম্মেলনে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। যাতে এ সমস্যার ব্যাপারে ইরানের অভিমত ব্যাখ্যা করা যায়।
|