মার্কিন সিনেটে ১৫ মার্চ প্রেসিডেন্ট বুশকে ২০০৮ সালের মধ্যে মার্কিন সেনাবাহিনীকে ইরাক থেকে প্রত্যাহার করে নেয়া সংক্রান্ত প্রস্তাবটি গৃহীত হয়নি।
মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির সদস্যদের উপস্থাপিত একটি প্রস্তাব অনুযায়ী, মার্কিন সেনাবাহিনীর ইরাকে গৃহ-যুদ্ধ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা উচিত নয়। বর্তমানে ইরাকের সংঘর্ষ রাজনৈতিকভাবে সমাধানের প্রস্তাবটির প্রতি দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে । বুশের উচিত এ প্রস্তাব অনুযায়ী আইনানুগভাবে আগামী ৪ মাসের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেয়া । যাতে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যেই এ প্রত্যাহারের সব কাজ শেষ করা যায়।
এদিন মার্কিন লোকসভার বরাদ্দ বিষয়ক কমিটিতে বুশকে ২০০৮ সালের আগষ্ট মাসের মধ্যে মার্কিন সেনাবাহিনীকে ইরাক থেকে প্রত্যাহার করে নেয়া সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। অনুমান করা যায় যে, এ প্রস্তাব লোকসভার বরাদ্দ বিষয়ক কমিটির একটি জরুরী বরাদ্দ প্রস্তাবের অংশ হিসেবে আগামী সপ্তাহে লোকসভায় অনুমোদনের জন্য ভোটে দেয়া হবে।
|