১৬ মার্চ কুয়েতের সংবাদমাধ্যমের এক খবরে জানা গেছে, লেবাননের বিরোধী দলের নেতৃবৃন্দের অন্যতম, জাতীয় সংসদের স্পীকার নাবিহ বেরি সম্প্রতি বলেছেন, লেবাননের দু'টি রাজনৈতিক দল খুব সম্ভবত সমঝোতা বাস্তবায়নের উদ্যোগ নেবে ।
খবরে বলা হয়েছে , বেরি বলেছেন, লেবাননের সংখ্যাগরিষ্ঠ দল এবং বিরোধী দলের মধ্যে শিগগিরি সমঝোতা বাস্তবায়নে তিনি আশাবাদী । তিনি অনুমান করেছেন, আগামী তিন দিনের মধ্যে তিনি সংখ্যাগোলিষ্ঠ দলের নেতা সাদ হারিরির সঙ্গে পঞ্চম দফা বৈঠক করবেন ।
লেবাননের বিরোধী দল ২০০৬ সালের পয়লা ডিসেম্বর থেকে সরকারের পদত্যাগের জন্য সময় বিক্ষোভ কার্যক্রম শুরু করেছে । সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশগুলোর মধ্যস্থতায় বিরোধী দলের নেতা বেরি এবং সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হারিরি ৮ মার্চ গত বছরের নভেম্বরের পর দু'পক্ষের এই প্রথম বৈঠকে অংশ নিচ্ছেন । ৯ মার্চ দু'পক্ষের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দু'পক্ষ একমত হয়েছে ,যত তাড়াতাড়ি সম্ভব লেবাননের রাজনৈতিক সংকট সমাধান করা হবে ।
|