১৫ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে পরামর্শের মাধ্যমে দু'টি কাঠামোগত প্রস্তাব গৃহীত হয়েছে । জাতিসংঘ মহাসচিব বান কিমুনের উত্থাপিত সচিবালয়ের নিয়ন্ত্রণাধীন শান্তি রক্ষা কার্যক্রম বিভাগ এবং সৈন্য কমানো বিষয়ক বিভাগের সংস্কারের অনুমোদন দেয়া হয়েছে ।
প্রস্তাব অনুযায়ী শান্তি রক্ষা কার্যক্রম বিভাগের সংস্কারের মধ্যে রয়েছে শান্তি রক্ষা কার্যক্রমের কার্যালয় স্থাপন , মহাসচিবের দ্বারা নিযুক্ত একজন উপ মহাসচিব এ কার্যালয়ের দায়িত্ব পালন করবেন । সৈন্য কামানো বিষয়ক কার্যালয় স্থাপন করে বর্তমান সৈন্য কমানো বিষয়ক বিভাগকে পরিবর্তন করা হবে । উপ-মহাসচিব পর্যায়ের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি এর দায়িত্ব পালন করবেন । প্রস্তাবে আরো জোর দিয়ে বলা হয়েছে, নতুন প্রতিষ্ঠিত সৈন্য কমানো বিষয়ক কার্যালয়ের উচিত জাতিসংঘের সাধারণ পরিষদের সকল সিদ্ধাত, প্রস্তাব ও সকল দায়িত্ব বাস্তবায়ন করা ।
প্রস্তাবে বান কিমুনকে দু'টি বিভাগের সংস্কারের বিস্তারিত বিষয় উল্লেখ করে যত তাড়াতাড়ি সম্ভব একটি রিপোর্ট জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপনের কথা বলা হয়েছে ।
|