বসন্তকারের মার্চ মাসের একদিন চীনের হোপেই প্রদেশের পাও তিং শহরের কৃষি শ্রমিক থিয়ান চিয়ান কোও নির্মাণস্থলে ব্যস্ত ছিলেন । তিনি পেইচিংয়ে দু' মাস ধরে কাজ করে আসছেন । তিনি বেশ বেতন পাচ্ছেন । অথচ তিনি সবসময় নিজের পরিবারের কথা , বিশেষ করে নিম্ন মাধ্যমিক স্কুলে পড়া তার ছেলের কথা চিন্তাভাবনা করছেন । তিনি আমাদের সংবাদদাতাকে কলেছেন ,
এখনকার ছেলেমেয়েদের অনেকে কম বয়সে প্রেম করে এবং লেখাপড়াকে পাশে রেখে ওয়েবসাইটে নিমগ্ন হয় । আমাদের মত বাবামাও তাদের পাশে থাকেন না । আমি সত্যিই এ নিয়ে একটু চিন্তিত । লেখাপড়ায় মনোযোগ না দিলে তাদের পড়া নিশ্চয় খারাপের দিকে যাবে । আমরা বহু কষ্টে পরিশ্রম করে টাকা উপার্জন করে তাদের পড়াশোনার সুযোগ দিয়েছি । আমাদের সবচেয়ে বড় আশংকা হচ্ছে এই যে , তাদের ভাবধারা ও জীবনযাত্রায় কোনো সমস্যা দেখা দেবে ।
থিয়ান চিয়ান কোওয়ের মত পেইচিংয়ে আয়োজিত জাতীয় গণ কংগ্রেস ও গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির বার্ষিক অধিবেশনে অংশ নেয়া প্রতিনিধি ও সদস্যরাও চীনের কৃষি শ্রমিকদের রেখে যাওয়া ছেলেমেয়েদের নানা সমস্যার উপর বিশেষ নজর দিচ্ছেন । রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য সিয়ে কুয়াং সিয়াং মনে করেন যে , কৃষি শ্রমিকদের রেখে যাওয়া সন্তানদের সমস্যা হচ্ছে গ্রামাঞ্চলের শ্রম শক্তির অন্যত্র স্থানান্তর হওয়ার প্রতিক্রিয়ায় দীর্ঘদিন ধরে বিদ্যমান একটি বাস্তব সমস্যা । তিনি বলেছেন ,
চীনের নতুন গ্রামাঞ্চলের গঠনকাজের বিকাশের সংগে সংগে কোনো কোনো কৃষক নিজেদের বাড়িতে থেকে নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল গড়ে তোলার কাজে নিয়োজিত থাকেন । পাশাপাশি নগরায়নের উন্নয়নের সংগে সংগে কিছু সংখ্যক কৃষক শহরে গিয়ে কাজ করতে শুরু করেন । এতে অনিবার্যভাবে কৃষি শ্রমিকদের রেখে যাওয়া সন্তানদের শিক্ষা সমস্যা দেখা দেয় ।
জানা গেছে , বর্তমানে চীনের গ্রামাঞ্চলে কৃষি শ্রমিকদের রেখে যাওয়া ছেলেমেয়েদের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে এবং এ সংখ্যা এখনো বেড়ে চলেছে । তারা তাদের জীবনে শিক্ষাগত , মানসিক ও নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীণ হচ্ছে । এ প্রসংগে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য সিয়ে কুয়াং সিয়াং বলেছন , এসব ছেলেমেয়েদের জীবনে আপনজনের সম্পর্ক এবং আপনজনের লালন-পালন ও যত্নের অভাব রয়েছে । এ অবস্থা তাদের জন্যে যেমন মানসিক সমস্যা , তেমনি শিক্ষাগত সমস্যা এনে দিয়েছে এবং তাদের চরিত্র ও বেড়ে ওঠার প্রক্রিয়ায় প্রতিকূল উপাদান হয়ে হয়ে দাঁড়িয়েছে । কিছু ব্যতিক্রম বাদে এসব ছেলেমেয়েদের অধিকাংশই মার ভালোবাসা ও আপনজনের যত্নের অভাবে নানা সমস্যার সম্মুখীণ হচ্ছে ।
এ সমস্যা সম্পর্কে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য ও ইয়ুন নান প্রদেশের লি চিয়াং শহরের সহকারী মেয়র ইয়াং ই পেনও একই মনোভাব প্রকাশ করেছেন । তিনি লি চিয়াংয়ের বাস্তব অবস্থা তুলে ধরে বলেছেন ,
লি চিয়াং হচ্ছে দ্রুত নগরায়নের স্থান । লি চিয়াংয়ের পর্যটন শিল্পের বিকাশ ও নগরায়নের উন্নয়নের সংগে সংগে ২০০৬ সালে এখানকার ১ লাখ ৩৫ হাজার কৃষক শহরে কাজ করতে গেছেন । এটি লি চিয়াংয়ের মোট সংখ্যার ১০ শতাংশ । তাদের রেখে যাওয়া ছেলেমেয়েদের সংখ্যা ৪০ হাজারেরও বেশি । বর্তমানে গ্রামাঞ্চলে এসব সন্তানদের বাধ্যতামূলক শিক্ষার সমস্য প্রকট থেকে প্রকটতর হচ্ছে ।
সন্তান হচ্ছে মাতৃভূমির ভবিষ্যত । চীন সরকার কৃষি শ্রমিকদের রেখে যাওয়া ছেলেমেয়েদের সমস্যার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে । এখন বিভিন্ন স্থান ও সংশ্লিষ্ট বিভাগ সক্রিয়ভাবে এসব ছেলেমেয়েদের সমস্যার উপর তদন্ত চালিয়ে যাচ্ছে । এ প্রসংগে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য সিয়াং কুয়াং সিয়াং বলেছেন ,
এখন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি , রাষ্ট্রীয় পরিষদ , সমাজ ও স্থানীয় সরকার কৃষি শ্রমিকদের রেখে যাওয়া সমস্যার উপর নিবিড়ভাবে নজর দিচ্ছে । যেমন সরকার বিভিন্ন শহরে কৃষি শ্রমিকদের ছেলেমেয়েদের জন্যে থাকার ব্যবস্থাসম্পন্ন স্কুল খুলেছে। তাছাড়া কোনো কোনো কল্যাণমূলক সংগঠন ও স্বেচ্ছাসবক সংস্থাও তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে ।
এসব ইতিবাচক ব্যবস্থা চালু করা সত্ত্বেও কৃষি শ্রমিকদের নানা সমস্যা যেমন দুয়েক বছরের মধ্যে সমাধান হবে না , তেমনি তাদের রেখে যাওয়া ছেলেমেয়েদের সমস্যার সমাধানও দীর্ঘ সময় লাগবে । রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্যা ইয়াং ই পেন প্রস্তাব দিয়েছেন যে, এসব ছেলেমেয়েদের সুষ্ঠু বিকাশের জন্যে গোটা সমাজের সম্মিলিত প্রচেষ্টা চালানো উচিত । তিনি বলেছেন ,
এটি হচ্ছে একটি ধারাবাহিক প্রকল্প । দেশের ব্যবস্থা ও নীতির কল্যাণে কৃষি শ্রমিকদের রেখে যাওয়া ছেলেমেয়েদের লেখাপড়ার উত্তম সুযোগ-সুবিধা দিলেও মৌলিকভাবে তাদের মানসিক সমস্যা সুরাহা করা যাবে না । সুতরাং গোটা সমাজের তাদের যত্ন নেয়া এবং তাদেরকে ভালোবাসা দেয়া উচিত । মোটের উপর মাবাবাদের সংগে তাদের থাকার সুযোগ দেয়াই হচ্ছে এ সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায় । কৃষি শ্রমিকদের ছেলেমেয়েদের বাড়ির কাছের স্কুলে লেখাপড়ার সুযোগ দিলে সবচেয়ে ভালো হয় ।
রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য সিয়াং কুয়াং সিয়াং মনে করেন যে , কৃষি শ্রমিক শহরের গঠনকাজকে ত্বরান্বিত করার সংগে সংগে গ্রামাঞ্চলের বাড়তি শ্রম শক্তির সমস্যা সমাধান করেছেন । অথচ তাদের রেখে যাওয়া ছেলেমেয়েরা এখন নানা সমস্যার সম্মুখীণ হচ্ছে । সুতরাং তিনি উদাত্তকন্ঠে তাদের সামাজিক নিশ্চয়তা বিধান ব্যবস্থা চালু করার আবেদন জানিয়েছেন । তিনি বলেছেন ,
আমি আশা করি , গোটা সমাজ এসব ছেলেমেয়েদের উপর বেশি নজর দেবে , যাতে তারা সবাই একটি সুষ্ঠু পরিবেশে বেড়ে উঠতে পারে । এভাবে তারাও সমাজের সুযোগ্য ব্যক্তিতে পরিণত হবে ।
|