v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-15 19:50:27    
দেশী-বিদেশী সংস্কৃতিবিনিময়ে সংস্কৃতির ভূমিকাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবেঃ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনেরসদস্যবৃন্দ

cri

  দেশী-বিদেশী সংস্কৃতি বিনিময় জোরদার করা পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনের একটি প্রধান আলোচ্যবিষয় । সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে কয়েকজন সদস্য বলেছেন , দেশী-বিদেশী সংস্কৃতি বিনিময় ও সহযোগিতা জোরদার করা চীনা জনগণ ও বিশ্ব জনগণের মধ্যকার সমঝোতা ও বন্ধুত্বএবং দেশী-বিদেশী সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে ।

  এখন পেইচিংয়ে অনুষ্ঠানরত" মার্কিন চারুশিল্পের তিনশ' বছর" শীর্ষকপ্রদর্শনীটি চীন ও যুক্তরাষ্ট্রের সংস্কৃতি বিনিময়ের অন্যতম একটি প্রকল্প । এটা এ পর্যন্ত চীনে আয়োজিত বৃহত্তম মার্কিন চারুশিল্প প্রদর্শনী । প্রদর্শনীটি বহু চীনা দর্শককে আকর্ষণ করেছে । দর্শক সুন জিয়ে সাক্ষাত্কারে বলেছেন , আজ আমি বিশেষভাবে প্রদর্শনীটি দেখতে এসেছি । শুনেছি , বিশ বছর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের মর্যাদা এবং অর্থনৈতিক অবস্থাতেমন উন্নত ছিল না বলে কোনোশিল্পপ্রদর্শনী চীনে অনুষ্ঠিত হত না । আজ চীন সাফল্যের সঙ্গে বিদেশী শিল্পপ্রদর্শনী আয়োজন করতে সক্ষম হয়েছে দেখে আমি অত্যন্ত গর্বিত ।

  জানা গেছে , গত কয়েক বছরে চীন কয়েকবার অনুরূপ প্রদর্শনীর আয়োজন করেছে । ২০০৪ সালের অক্টোবর মাসে ফ্রান্সের একটি চিত্রকলা প্রদর্শনীঅনুষ্ঠিত হয়েছে । ৪০ দিনব্যাপী প্রদর্শনীটিতে দর্শকের সংখ্যা ছিল প্রায়২ লাখ ৫০ হাজার ।

  চীন -ফ্রান্সসাংস্কৃতিক বর্ষ এবং চীন-রাশিয়া বর্ষ , ইতালি বর্ষ ও ভারত সাংস্কৃতিক বর্ষসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় কার্যক্রমেরঅধীনে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রদর্শনীও সাংস্কৃতিক অনুষ্ঠান পরপর চীনে অনুষ্ঠিত হয়েছে । চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, চীনের চারুশিল্পী সমিতির চেয়ারম্যান চিন সাংই বলেছেন, অর্থনৈতিক ভিত্তিতেসাংস্কৃতিক বিনিময় হতে পারে । আশির দশকে এবং নব্বইর দশকে আমাদের সংস্কার মাত্র শুরু হয়েছে । আমাদের সাংস্কৃতিক বিনিময়ের খুব প্রয়োজন ছিল । কিন্তু আমাদের টাকাপয়সা ছিল না । তাই আমরা বিদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় করতে সক্ষম ছিলাম না । এখন আমাদের দেশের আর্থিক অবস্থা ভাল হয়েছে বলে বিদেশের সঙ্গে আমাদের সাংস্কৃতিক বিনিময় কর্মকান্ডওবেড়েছে ।

  চিন সাংই বলেছেন , তৃতীয় পেইচিং আন্তর্জাতিক চিত্রকলাপ্রদর্শনী ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের সময় এক সঙ্গে অনুষ্ঠিত হবে । তখন ৭০টি দেশ ও অঞ্চলের ৮০০টি চিত্রকলাপ্রদর্শনীটিতে প্রদর্শিত হবে ।

  চীনের বিখ্যাত লেখক ওয়াং মোং বলেছেন , বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১০০টি কনফুসিয়াস বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে । এটা চীনকে জানতে বিশ্বের জন্যে একটি উত্তম উপায় । সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ করে চারুকলা প্রদর্শনী , অভিনয় , চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠানএবং চীনা ভাষা শিক্ষাদান করা কনফুসিয়াস বিদ্যালয়ের প্রধান কাজ হবে । সংস্কৃতি চীনের একটি অত্যন্ত বিরাট সম্পদ ।

  সাম্প্রতিকবছরগুলোতে চীন সাংস্কৃতিক পুরাকীর্তি সুরক্ষার কাজ জোরদার করেছে । এক্ষেত্রে চীন বিদেশের সঙ্গেসহযোগিতা ও বিনিময় জোরদার করেছে । এখন চীনের জাতীয় যাদুঘরের বিশেষজ্ঞরা কেনিয়ার পার্তি উপদ্বীপের জলসীমায় প্রত্নতাত্ত্বিক কাজ চালাছেন । এ সম্পর্কে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, জাতীয় সাংস্কৃতিক পুরাকীর্তি ব্যুরোর প্রধান সান চিসিয়াং বলেছেন , কেনিয়ার সহযোগিতায়প্রত্নতাত্ত্বিক কাজ করার উদ্দেশ্য হল ,ইতিহাসে চীন ও পূর্ব আফ্রিকা এবং চীন ও কেনিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করা । এ ধরণেরে সহযোগিতা দিনদিন বেড়েই যাচ্ছে । বিশেষ করে ২০০৪ সালে চীনে বিশ্ব সাংস্কৃতিকপুরাকীর্ত সমিতির ২৮তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে , ২০০৫ সালে চীনে আন্তর্জাতিকপ্রাচীনধ্বংসস্তুপ ও তার স্থানসম্পর্কিত পরিষদের ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এই দুটি আন্তর্জাতিক সম্মেলন সাংস্কৃতিক পুরাকীর্তি রক্ষার ক্ষেত্রে চীন ও বিভিন্ন দেশের সহযোগিতা ও বিনিময়ের বিষয়টিকে জোরদার করেছে ।

  অনেক সদস্য বলেছেন, পরবর্তীকালের আন্তর্জাতিক বিনিময়ের ক্ষেত্রে সংস্কৃতি বিনিময়ের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ।