ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ ১৫ মার্চ বলেছেন, পারমাণবিক প্রযুক্তি অর্জন করা হল ইরানীদের অধিকার । জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন সিদ্ধান্তই ইরানের পারমাণবিক পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিতে পারবে না ।
এদিন ইরানের মধ্যাঞ্চলের আর্দাকান শহরে এক ভাষণে তিনি বলেছেন, ইরানের শত্রুরা নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের উন্নয়ন ও অগ্রগতিতে বাধার সৃষ্টি করছে । কিন্তু এর মাধ্যমে কোন প্রকার সাফল্য অর্জন করতে পারবে না ।
তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ইরানের জন্য গুরুত্বপূর্ণ নয় । ইরানের ইতিহাস বলে দেয় যে, শাস্তিমূলক ব্যবস্থা ইরানের উন্নয়নে কোনপ্রভাব ফেলতে সক্ষম হবে না । তিনি পুনরায় ঘোষণা করেছেন যে, ইরানের সকল পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ ও সম্পূর্ণ বৈধ ভিত্তিতে চালিত এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে তা চালু করা হয় ।
|