চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমুদ্রতলের প্রথম সরাসরি অপটিক্যাল ফাইবারের নির্মাণকাজ শিগ্গিরই শুরু হবে । ২০০৮ সালে এই অপটিক্যাল ফাইবার চালু হবে বলে অনুমান করা হচ্ছে ।
জানা গেছে , দু'দেশের মধ্যে ১৮ হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্রতলের এই অপটিক্যাল ফাইবার গড়ে তোলার জন্য ৫ বিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ করা হবে । দু'দেশের মধ্যে এই নতুন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে টেলি-যোগাযোগ ও তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে , তার ক্ষমতা পুরনো অপটিক্যাল ফাইবারের চেয়ে ৩০ থেকে ৪০ গুণ বেড়ে যাবে । ফলে এশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইন্টারনেট ও তথ্যসহ বিভিন্ন টেলি-যোগাযোগ পরিসেবার চাহিদা মেটানো হবে । তখন একই সময় ৬.২ কোটি টেলিফোন গ্রাহকের কথোপকথনের পরিসেবা করা যাবে ।
|