যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্ত অনুযায়ী , ম্যাকাও ব্যাংকো ডেল্টা এশিয়া যুক্তরাষ্ট্রের মানি লন্ডারীং বিষয়ক একটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং ১৫ মার্চ পেইচিংয়ে বলেছেন , চীনের কেন্দ্রীয় সরকার ও ম্যাকাও বিশেষ অঞ্চল সরকার বহুবার মার্কিন পক্ষের কাছে ম্যাকাও ব্যাংকো ডেল্টা এশিয়ার ক্ষেত্রে তাদের উদ্বেগ প্রকাশ করেছে । যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ আইন অনুযায়ী ম্যাকাও ব্যাংকো ডেল্টা এশিয়ার বিষয় নিয়ে যে রায় দিয়েছে , তাতে তারা গভীর পরিতাপ প্রকাশ করেছ ।
তিনি বলেছেন , ম্যাকাও বিশেষ অঞ্চল সরকার সংশ্লিষ্ট বিষয়ে যে সুষ্ঠুভাবে সমাধানের ব্যবস্থা নিয়েছে , চীনের কেন্দ্রীয় সরকার তা সমর্থন করে ।
বিশেষ অঞ্চল সরকার আইন অনুযায়ী ম্যাকাও ব্যাংকো ডেল্টা এশিয়াকে পরিচালনার মোয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে , যাতে আমানতকারীদের স্বার্থ নিশ্চিত করা যায় এবং বাজারের স্থিতিশীলতা সুরক্ষা করা যায় ।
|