পূর্বভারতের ছত্রিশগড় রাজ্যের একটি পুলিশের আবাসিক এলাকা ১৫ মার্চ সকালে অস্ত্রধারীদের হামলার শিকার হয়েছে । ফলে কমপক্ষে ৪৯পুলিশ নিহত এবং ২৫জন পুলিশ আহত হয়েছে ।
ভারতের এশিয়া বার্তা সং স্থার খবরে বলা হয়েছে , ছত্রিশগড়রাজ্যের রাজধানী রায়পুরের ৫০০ কিলোমিটারদক্ষিণেবিজয়পুর অঞ্চলেএই পুলিশ নিবাসটি রয়েছে । নিবাসটিতে ৭০-এরও বেশি পুলিশ অবস্থান করছিল।
জানা গেছে , নক্সালবাদী দলের উগ্রপন্থী অস্ত্রধারীরা এই হামলা চালিয়েছে । নক্সালবাদীদল বিংশশতাব্দীর ষাটের দশকের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিতহয় । ভারতের দশ বারোটি রাজ্য ভিন্নভাবে এর হামলায় শিকার হয়েছে ।
|