চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৫ মার্চ পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন আশা করে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত করার বিষয়টি ত্বরান্বিত হতে পারে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিংয়ের আমন্ত্রণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চীন সফর করবেন।
ছিন কাং বলেছেন, চীন ও পাকিস্তান দুটি বন্ধুত্বপ্রতীম দেশ। দু'দেশের মধ্যে সুষম ও পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার সম্পর্ক রয়েছে। চীন আশা করে, এবারের সফরের মাধ্যমে দু'দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পুরোপুরিভাবে মত বিনিময় করবে। যাতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো উন্নত করা সহজ করা যায়।
|