পাকিস্তান ও ভারতের দু'দিনব্যাপী পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ১৪ মার্চ ইসলামাবাদে শেষ হয়েছে। দু'দেশ চতুর্থ দফা শান্তি সংলাপের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু রাখার কথা জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব রিয়াজ মোহাম্মদ খান ভারতের পররাষ্ট্র সচিব শিভ শংকর মেনন বৈঠক শেষে বলেছেন, দু'পক্ষ রাজি হয়েছে যে, কাশ্মীর সমস্যার লক্ষে স্বাক্ষরিত পারস্পরিক আস্থা সংক্রান্ত সকল ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখবে। এর পাশাপাশি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে সড়ক পরিবহন পরিসেবা গড়ে তুলবে। এ ছাড়াও দু'পক্ষ দু'দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবদের শিগ্গীরই শিয়াচিন হিমবাহ সমস্যা নিয়ে বৈঠক আয়োজনে সম্মত হয়েছে।
ভারত ও পাকিস্তান ২০০৪ সাল থেকে শান্তি সংলাপের প্রক্রিয়া চালু রেখেছে।
|