ফিলিস্তিনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ১৪ মার্চ সন্ধ্যায় বলেছেন, তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে জাতীয় যৌথ সরকার গঠনের ব্যাপারে একমত হয়েছেন। মন্ত্রিসভা গঠনের কাজ শেষ হয়েছে।
এ দিন সন্ধ্যায় গাজায় হানিয়া ও আব্বাসের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রার্থী সমস্যায় মতৈক্যে পৌঁছেছেন। এর ফলে যৌথ সরকার প্রতিষ্ঠার জন্য সর্বাধিক বাধা দূর হয়েছে। বৈঠকের পর হানিয়া বলেছেন, ফিলিস্তিনের অভ্যন্তরীন জাতীয় যৌথ সরকার গঠন সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়েছে।
হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজা থেকে আসা বিশেষজ্ঞ হানি খাওয়াস্মি নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন।
ফিলিস্তিনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার মুখপাত্র বলেছেন, নতুন সরকারের সদস্যের নামের তালিকা ১৫ মার্চ প্রকাশিত হবে। ১৭ মার্চ রাতে তাঁরা শপথগ্রহণ করবেন।
এর পাশাপাশি আব্বাসের মুখপাত্র আরব দেশগুলো ও মধ্য প্রাচ্য সমস্যা সংক্রান্ত চারটি দেশ অর্থাত্ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন , রাশিয়া ও জাতিসংঘকে নতুন সরকারকে স্বীকৃতি দিতে এবং ফিলিস্তিনের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের তাগিদ দিয়েছেন।
|